হোম > সারা দেশ > যশোর

যশোর শিক্ষাবোর্ডের ৫ কর্মকর্তাকে বদলি 

যশোর প্রতিনিধি

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহমেদসহ পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। একই সঙ্গে ওই সব পদে পাঁচজনকে পদায়ন করা হয়েছে। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ সচিব মাহবুব আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। 

প্রজ্ঞাপন অনুসারে, যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিনকে নোয়াখালী সরকারি কলেজে অর্থনীতি বিভাগে বদলি করা হয়েছে। বোর্ডের কলেজ পরিদর্শক সমীর কুমার কুণ্ডকে বদলি করে পটুয়াখালী সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগে পদায়ন করা হয়েছে। বিদ্যালয় পরিদর্শক সিরাজুল ইসলামকে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী উদ্ভিদবিদ্যা বিভাগে পদায়ন করা হয়েছে। 

উপ কলেজ পরিদর্শক মদন মোহন দাসকে ঝিনাইদহ শৈলকুপা সরকারি কলেজে বাংলা বিভাগে অধ্যাপক পদে পদায়ন করা হয়েছে। উপ বিদ্যালয় পরিদর্শক চঞ্চল কুমার বাছাড়কে সাতক্ষীরার তালা সরকারি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড ঢাকার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম তৌহিদুজ্জামানকে যশোর শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক পদে পদায়ন করা হয়েছে। 

খুলনা সরকারি ব্রজলাল কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামরুজ্জামানকে যশোর বোর্ডের বিদ্যালয় পরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে। যশোর সরকারি এম এম কলেজের ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ রকিবুল ইসলামকে পদায়ন করা হয়েছে উপ কলেজ পরিদর্শক হিসেবে। ঝিনাইদহ সরকারি খন্দকার মোশারফ হোসেন কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ডালিম হোসেনকে পদায়ন করা হয়েছে উপ বিদ্যালয় পরিদর্শক হিসেবে এবং ফরিদপুরের বোয়ালমারি সরকারি কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক খুরশিদ আলম মল্লিককে অডিট অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে।

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে

ইজিবাইকে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে