হোম > সারা দেশ > যশোর

হেলমেট না থাকায় প্রাণ গেলে মোটরসাইকেল চালকের

অভয়নগর (যশোর) প্রতিনিধি

মাথায় হেলমেট না থাকায় যশোরের অভয়নগরে আসাদ শেখ (২৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত আসাদ শেখ উপজেলার বুইকরা গ্রামের শাহজান শেখের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে উপজেলার নওয়াপাড়া-মনিরামপুর সড়কে একটি ইজিভ্যানের সঙ্গে আসাদ শেখের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আসাদ শেখের মাথা ইজিভ্যানের চাকার সঙ্গে আঘাতপ্রাপ্ত হয়। মাথায় হেলমেট না থাকায় ঘটনাস্থলে রক্তক্ষরণ শুরু হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. আলীমুর রাজিব জানান, আসাদ শেখ নামে মাথায় আঘাতপ্রাপ্ত এক রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রোববার বিকেলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। লোহার রডের সঙ্গে আঘাত লাগায় তাঁর মাথায় ক্ষত সৃষ্টি হয়েছে। 
 
নিহতের আত্মীয় সাইফুল মহলদার বলেন, আসাদের শারীরিক অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। গতকাল সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোরে তাঁর মৃত্যু হয়। 

তিনি বলেন, ‘মাথায় হেলমেট থাকলে হয়তো আমার ভাইয়ের এমন মৃত্যু হতো না।’ 

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে

ইজিবাইকে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে

রানা প্রতাপকে বরফকল থেকে ডেকে নিয়ে মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা তিন সন্ত্রাসী

যশোরে জুলাই যোদ্ধা ছুরিকাহত, এলাকায় আতঙ্ক

কাবিখার ১৮ প্রকল্প: সহায়কের হাতে প্রকল্পের চাবি