হোম > সারা দেশ > যশোর

যশোরে সেপটিক ট্যাংকে গৃহবধূর মরদেহ: ভিসেরা প্রতিবেদনে ধর্ষণের পর হত্যার আলামত

­যশোর প্রতিনিধি

সবিতা রাণী দে। ছবি: সংগৃহীত

যশোরের অভয়নগরে গত বছরের সেপ্টেম্বরে গরুর খাবার সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন গৃহবধূ সবিতা রাণী দে (৫০)। ৩৩ ঘণ্টা পর প্রতিবেশীর সেপটিক ট্যাংক থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। প্রায় পাঁচ মাস পর পুলিশ ভিসেরা প্রতিবেদন হাতে পেলেও বিষয়টি সম্প্রতি জানাজানি হয়। প্রতিবেদনে ওই গৃহবধূকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে উল্লেখ রয়েছে।

২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামের দেবপাড়া এলাকা থেকে গৃহবধূ সবিতা রাণী দের মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়। ভিসেরা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে তা সিআইডি ফরেনসিক ল্যাবে পাঠানো হয়। সম্প্রতি সেই ভিসেরার প্রতিবেদন হাতে পেয়েছে পুলিশ।

মরদেহ উদ্ধারের এক দিন পর গত ২৫ সেপ্টেম্বর গৃহবধূ সবিতা রাণী দের স্বামী মিলন কুমার দে বাদী হয়ে অভয়নগর থানায় মামলা করেন। মামলায় প্রতিবেশী ভাটপাড়া গ্রামের দেবপাড়া এলাকার নিয়ামুল শেখ (২৬), তাঁর বাবা রমজান শেখ (৪৯) ও চাচা ইউনুস শেখের (৪১) নাম উল্লেখ করেন। পুলিশ তিনজনকে গ্রেপ্তারও করেছে। তিনজনের মধ্যে নিয়ামুল শেখ কারাগারে আছেন। অন্য দুজন জামিনে মুক্তি পেয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর সকালে গরুর খাবার সংগ্রহ করতে বাড়ির পাশে বাঁশবাগানে যান ওই গৃহবধূ। এরপর তিনি বাড়ি ফিরে না এলে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি করেন। নিখোঁজ হওয়ার প্রায় ৩৩ ঘণ্টা পর বাড়ির পাশে বাঁশবাগানসংলগ্ন নিয়ামুল শেখের শৌচাগারের সেপটিক ট্যাংক থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানান, সনাতনী ওই গৃহবধূর স্বামী শিঙাড়া, পুরি ও চায়ের দোকানি। স্থানীয় ভাটপাড়া বাজারে তাঁর দোকান রয়েছে। তাঁদের দুই মেয়ের বিয়ে হয়েছে। বাড়িতে স্বামী-স্ত্রী দুজন থাকতেন।

এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা ভাটপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ওই গৃহবধূর মরদেহের ভিসেরা প্রতিবেদন কিছু দিন আগে পাওয়া গেছে। প্রতিবেদনে তাঁকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে উল্লেখ রয়েছে। তদন্ত শেষে মামলার অভিযোগপত্র আদালতে পাঠানো হবে।

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে

ইজিবাইকে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে

রানা প্রতাপকে বরফকল থেকে ডেকে নিয়ে মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা তিন সন্ত্রাসী

যশোরে জুলাই যোদ্ধা ছুরিকাহত, এলাকায় আতঙ্ক

কাবিখার ১৮ প্রকল্প: সহায়কের হাতে প্রকল্পের চাবি

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা