হোম > সারা দেশ > যশোর

যশোরে ভাতিজাকে হত্যার অভিযোগে চাচা-চাচি আটক

চৌগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের চৌগাছায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিট করে ও অণ্ডকোষ চেপে ভাতিজা আজিজুর রহমানকে (৪৮) হত্যার অভিযোগ উঠেছে চাচা-চাচি ও চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় চাচা রফিউদ্দিন (৫২) ও তাঁর স্ত্রী সেলিনা বেগমকে (৫০) আটক করেছে পুলিশ। আজ সোমবার সকাল ৭টার দিকে উপজেলার নারায়নপুর ইউনিয়নের হাজরাখানা পীর বলুহ দেওয়ানের দরগাহ মোড়ে এ ঘটনা ঘটে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত আজিজুর রহমান হাজরাখানা গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। 

পুলিশ জানায়, একটি জমিকে কেন্দ্র করে আজিজুর রহমান ও রফিউদ্দিনের বিরোধ ছিল। উভয় পক্ষের মামলার কেন্দ্র করে জমিটিতে আদালত ১৪৪ ধারা জারি করেন। এ বিষয় নিয়ে সোমবার সকাল ৬টার দিকে রফিউদ্দিন, তার স্ত্রী সেলিনা বেগম ও তাদের ছেলে জাহিদুল ইসলাম আজিজুরের দ্বিতল বাড়ির গেটে দেশীয় অস্ত্র (গাছিদা, লাঠি) নিয়ে হামলা করে চলে যায়। এতে আজিজুর ও তার ভাইয়েরা বাড়ি থেকে বের হয়ে গ্রামের বলুহ পীরের দরগার সামনের মোড়ে এলে উভয় পক্ষ কথা-কাটাকাটি ও হাতাহাতিতে জড়ায়। এ সময় আজিজুরকে তার বাবার সৎ ভাই রফিউদ্দিন ও তার ছেলে জাহিদুল মারপিট করতে থাকেন। এরই ফাঁকে রফির স্ত্রী সেলিনা আজিজুরের অণ্ডকোষ চেপে ধরলে সে জ্ঞান হারিয়ে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই মারা যায়।

আজিজুর রহমানের মেজে ভাই আমিনুর রহমান হাসপাতালে সাংবাদিকদের জানান, ‘আমাদের ক্রয়কৃত একটি জমি নিজের দাবি করে রফিউদ্দিন নানা রকম হয়রানি করে আসছিল। জমিতে আমাদের আবাদও রয়েছে। সোমবার সকালে ফজরের নামাজ পড়ে প্রতিদিনের মতো আমরা কয়েকজন মিলে হাটতে যায়। আমরা গ্রামের বলুহ দেওয়ান পীরের মাজারের নিকট পৌঁছালে সেখানে আগে থেকে ওত পেতে থাকা হাজরাখানা গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে রফিউদ্দিন, তার স্ত্রী সেলিনা বেগম, তাদের ছেলে জাহিদুল ইসলাম ও তাদের লোকজন আমাদের ওপর হামলা করে। এ সময় তারা লোহার রড, বাঁশের লাঠি ইত্যাদি নিয়ে আমাদের এলোপাতাড়ি ভাবে মারপিট করতে থাকে। আমরা কিছু বুঝে ওঠার আগেই রফিউদ্দিনের স্ত্রী সেলিনা বেগম আজিজুর রহমানের বিশেষ অঙ্গ (অণ্ডকোষ) চেপে ধরে। এতে সে ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শাহিদুর রহমান ইমন বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।’

চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত রফিউদ্দিন ও তার স্ত্রী সেলিনা বেগমকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

যশোরে জুলাই যোদ্ধা ছুরিকাহত, এলাকায় আতঙ্ক

কাবিখার ১৮ প্রকল্প: সহায়কের হাতে প্রকল্পের চাবি

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

যশোরে দুটি আসনে বিএনপির প্রার্থীসহ পাঁচজনের মনোনয়নপত্র বাতিল

খালেদা জিয়ার জানাজায় অসুস্থ হয়ে পড়া যুবকের মৃত্যু

যশোরে তীব্র শীতে কাবু জনজীবন

যশোর রেজিস্ট্রি অফিসে আগুন, পুড়েছে ২০০ বছরের দলিল-দস্তাবেজ

‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ না করতে ব্যাংকের চিঠি

তীব্র শীতে নাকাল জনজীবন

কর্মসূচি থেকে ফেরার পথে পিকআপের ধাক্কায় জামায়াত নেতা নিহত