হোম > সারা দেশ > যশোর

৮ শিক্ষকের ৩ শিক্ষার্থী, সবাই ফেল

মনিরামপুরে (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুরে নেংগুড়াহাট স্কুল অ্যান্ড কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় তিনজন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছেন। আজ মঙ্গলবার যশোর শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলে এই তথ্য জানা গেছে। 

উপজেলার রাজগঞ্জ ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নেওয়া ওই শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই মানবিক শাখার শিক্ষার্থী। 

খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিষ্ঠানটির কলেজ শাখায় আটজন শিক্ষক আছেন। তাঁরা সবাই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক নিয়োগকৃত। 

এ বিষয়ে প্রধান শিক্ষক আজিজুর রহমান বলেন, ‘২০১৫ সালে আমাদের কলেজ শাখা চালু হয়। এরপর এনটিআরসিএর মাধ্যমে আমরা ৮ জন শিক্ষক পেয়েছি। প্রতিষ্ঠানে পাঠদানের অনুমতি থাকলেও কলেজ শাখা এখনো এমপিওভুক্ত হয়নি। আমাদের কলেজ শাখায় শিক্ষকেরা বেতন না পাওয়ায় কেউ প্রতিষ্ঠানে আসেন না। জীবিকার তাগিদে তাঁরা অন্য পেশার সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন।’ 

তিনি আরও বলেন, ‘এবার যে তিনজন পরীক্ষা দিয়েছে তাদের একজন গেল বছর অকৃতকার্য হয়েছিল। বাকি দুজন নিয়মিত শিক্ষার্থী। কিন্তু শিক্ষার্থীরা কেউ কখনো ক্লাসে আসেনি। শুধু ফি জমা দিয়ে তারা চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়েছে।’ 

মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি নিশাত তামান্না আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিষ্ঠানটিতে পাশের হান শূন্য হওয়ার বিষয়টি আমি শুনেছি। কারণ অনুসন্ধান করে শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে