হোম > সারা দেশ > যশোর

যশোরে গলিতে পড়ে ছিল ব্যবসায়ীর মরদেহ

যশোর প্রতিনিধি

যশোরে এক ফল ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার মধ্যরাতে যশোর শহরের মুজিব সড়কে মডেল মসজিদের সামনে এক গলি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। 

নিহত ব্যবসায়ীর নাম আকিকুল ইসলাম (৫০)। তিনি জেলার ঝিকরগাছা উপজেলার পায়রাতলা গ্রামের মতিয়ার রহমানের ছেলে। 

নিহতের ভাই তরিকুল ইসলাম জানান, আকিকুল ইসলামের ঝিকরগাছা বাসস্ট্যান্ডে একটি ফলের দোকান আছে। মঙ্গলবার রাত ৯টার পরে তিনি ঝিকরগাছা এলাকায় ছিলেন। গভীর রাতে খবর পান তাঁর ভাইকে কেউ শ্বাসরোধ করে হত্যা করেছে। লাশ উদ্ধার করে পুলিশ যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। 

তরিকুল ইসলাম বলেন, ‘পুলিশের কাছে জানতে পেরেছি, একজন নারী মোবাইল ফোনে তাকে ডেকে আনে। এরপর বালুর মধ্যে মুখ চেপে ভাইকে হত্যা করা হয়েছে।’ 

যশোর কোতোয়ালি থানার (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, রাতেই লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে কারা তাঁকে হত্যা করেছে তা এই মুহূর্তে জানা যায়নি। এই হত্যাকাণ্ডে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড