যশোর-বেনাপোল রেল সড়কের নাভারনে খুলনা-বেনাপোলগামী বেত্রাবতী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন আহত হয়েছেন। এ ঘটনায় দুই ঘণ্টা খুলনা-যশোর-বেনাপোল রুটে সব ধরনের রেল চলাচল বন্ধ হয়ে পড়ে। আজ রোববার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাভারন সাতক্ষীরা মহাসড়কের অরক্ষিত রেলক্রসিংয়ে কোনো গেটম্যান বা সতর্কতা সংকেত ছিল না। ট্রাকটি রেললাইন পার হওয়ার সময় ট্রেনটি এসে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে হেলপার কওসার আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর মেডিকেল কলেজে পাঠানো হয়।
বেনাপোল স্টেশনমাস্টার সাইদুজ্জামান জানান, ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ, ফায়ার সার্ভিস ও রেলকর্মীরা উপস্থিত হন। এতে উদ্ধারকাজে দুই ঘণ্টা সময় লাগায় এ রুটে সব ধরনের রেল চলাচল বন্ধ ছিল।