হোম > সারা দেশ > যশোর

যশোর-বেনাপোল সড়কে ট্রেন-ট্রাক সংঘর্ষে আহত ২, দুই ঘণ্টা রেল চলাচল বন্ধ

বেনাপোল (যশোর) প্রতিনিধি 

যশোর-বেনাপোল রেল সড়কের নাভারনে রোববার বিকেলে খুলনা-বেনাপোলগামী বেত্রাবতী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ওই রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ছবি: আজকের পত্রিকা

যশোর-বেনাপোল রেল সড়কের নাভারনে খুলনা-বেনাপোলগামী বেত্রাবতী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন আহত হয়েছেন। এ ঘটনায় দুই ঘণ্টা খুলনা-যশোর-বেনাপোল রুটে সব ধরনের রেল চলাচল বন্ধ হয়ে পড়ে। আজ রোববার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নাভারন সাতক্ষীরা মহাসড়কের অরক্ষিত রেলক্রসিংয়ে কোনো গেটম্যান বা সতর্কতা সংকেত ছিল না। ট্রাকটি রেললাইন পার হওয়ার সময় ট্রেনটি এসে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে হেলপার কওসার আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর মেডিকেল কলেজে পাঠানো হয়।

যশোর-বেনাপোল রেল সড়কের নাভারনে রোববার বিকেলে খুলনা-বেনাপোলগামী বেত্রাবতী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ওই রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ছবি: আজকের পত্রিকা

বেনাপোল স্টেশনমাস্টার সাইদুজ্জামান জানান, ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ, ফায়ার সার্ভিস ও রেলকর্মীরা উপস্থিত হন। এতে উদ্ধারকাজে দুই ঘণ্টা সময় লাগায় এ রুটে সব ধরনের রেল চলাচল বন্ধ ছিল।

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে

ইজিবাইকে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে

রানা প্রতাপকে বরফকল থেকে ডেকে নিয়ে মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা তিন সন্ত্রাসী

যশোরে জুলাই যোদ্ধা ছুরিকাহত, এলাকায় আতঙ্ক

কাবিখার ১৮ প্রকল্প: সহায়কের হাতে প্রকল্পের চাবি