হোম > সারা দেশ > যশোর

আগুনে নিঃস্ব ছকিনার ঠাঁই খোলা আকাশের নিচে

কেশবপুর (যশোর) প্রতিনিধি

আগুনে ঘর, গোয়ালসহ পুড়ে গেছে রান্না ঘর। দগ্ধ হয়ে মারা গেছে গর্ভবতী একটি গাভি ও ছাগল। নিঃস্ব হয়ে এখন খোলা আকাশের নিচে ঠাঁই হয়েছে যশোরের কেশবপুরে মূলগ্রামের জামাই পাড়ার ছকিনা খাতুনের।

আজ শুক্রবার সকালে ওই বাড়িতে গিয়ে দেখা গেছে, আগুনে সবকিছু পুড়ে যাওয়ায় বাড়ির আঙিনায় প্লাস্টিকের বস্তা টানিয়ে খোলা আকাশের নিচে থাকছেন দিনমজুর ছকিনার পরিবার।

ছকিনার স্বামী সিদ্দিকুর রহমান বলেন, রাত প্রায় ১০টার দিকে গোয়াল ঘরের সাজাল থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে টিনের ছাউনির ঘর, গোয়ালসহ রান্নাঘরসহ পুড়ে গেছে। এ সময় গোয়ালে থাকা ৮ মাসের গর্ভবতী একটি গাভি ও একটি ছাগল আগুনে দগ্ধ হয়ে মারা যায়।

সিদ্দিকুর রহমান আরও বলেন, ‘কিনার বোনের ছেলে আলামিনকে বিদেশে পাঠানোর জন্য ঘরে রাখা নগদ টাকাও পুড়ে গেছে। আগুন লেগে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে আমাদের।’

ছকিনার বোন হাসিনা খাতুন বলেন, ‘আগুনে সবকিছু পুড়ে যাওয়ায় আমার বোন নিঃস্ব হয়ে গেছে। সারা রাত তাঁদের পরিবারকে খোলা আকাশের নিচে থাকতে হয়েছে। সবকিছু হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে বোন ছকিনা।’

কেশবপুর ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর শংকর বিশ্বাস বলেন, আগুন লাগার খবরে টিম নিয়ে ঘটনাস্থলে যায়। পরিবারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ বিষয়ে কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন বলেন, ক্ষতিগ্রস্ত ওই পরিবারটিকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা করা হবে। পাশাপাশি সরকারিভাবে ওই পরিবার যেন সহযোগিতা পায় সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে