হোম > সারা দেশ > যশোর

ধর্ষণ মামলায় কৃষক দলের নেতা কারাগারে, দলীয় পদ স্থগিত

­যশোর প্রতিনিধি

জসিম উদ্দীন। ছবি: সংগৃহীত

যশোরের বেনাপোল পৌরসভা কৃষক দলের সভাপতি জসিম উদ্দীনকে ধর্ষণ মামলায় কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার আদালতে জামিন চেয়ে আবেদন করলে বিচারক তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে ধর্ষণ মামলায় কারাগারে যাওয়ায় জসিমের সাংগঠনিক পদ স্থগিত করেছে কৃষক দল। আজ মঙ্গলবার সংগঠনের যশোর জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ মকবুল হোসেনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ২৫ এপ্রিল যশোর কোতোয়ালি মডেল থানায় ধর্ষণের মামলা করেন যশোর পৌরসভার এক নারী।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, জসিমের সঙ্গে ওই নারীর পাঁচ মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয়। একপর্যায়ে তা বন্ধুত্বে গড়ায়। কয়েক দিনের মধ্যেই জসিম তাঁকে বিয়ের প্রস্তাব দেন এবং তাতে রাজি হন ওই নারী। এরপর তাঁদের মধ্যে কয়েকবার শারীরিক সম্পর্ক হয়। পরবর্তী সময়ে জসিম ওই বিয়েতে অস্বীকৃতি জানান।

যশোর জেলা কৃষক দলের আহ্বায়ক অধ্যক্ষ মকবুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বেনাপোল পৌর কৃষক দলের সভাপতি জসিম উদ্দীনের পদ স্থগিত করা হয়েছে। অভিযোগের তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁকে বহিষ্কার করা হবে।’

‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ না করতে ব্যাংকের চিঠি

তীব্র শীতে নাকাল জনজীবন

কর্মসূচি থেকে ফেরার পথে পিকআপের ধাক্কায় জামায়াত নেতা নিহত

যশোরে জোট নয়, বিএনপি থেকে প্রার্থীর দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ

ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষ: স্ট্রোক করা মিজানকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন স্ত্রী ও শ্যালক, মারা গেলেন সবাই

টানা দ্বিতীয় দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, ঠান্ডা বাতাসে দুর্বিষহ জীবন

যশোর বিএনপি : ৩ আসনে প্রার্থী বদল, মাঠে বঞ্চিত ১০ জন

যশোর-১ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন, ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটন

যবিপ্রবির প্রথম উপাচার্য রফিকুল ইসলাম মারা গেছেন

যশোরে ১৯ মামলার আসামি ‘ত্রাস সোহাগ’ গ্রেপ্তার