হোম > সারা দেশ > যশোর

বাসচাপায় শ্রমিক নিহত, আহত ১ 

অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলায় বাসচাপায় ইকবল হোসেন (৩৩) নামের এক বিদ্যুৎশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। 

গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার যশোর-খুলনা মহাসড়কের চেঙ্গুটিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ইকবল উপজেলার বুইকরা গ্রামের রহিম মুন্সীর ছেলে এবং আহত নয়ন (২৬) একই গ্রামের মুজিবর রহমানের ছেলে। 

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, খুলনাগামী বাস মোটরসাইকেল আরোহী দুজনকে চাপা দেয়। ঘটনাস্থলে একজন নিহত হন। অপরজনকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, নয়নের ডান পায়ে ওপেন ফ্যাকচার হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে। 

এ বিষয়ে অভয়নগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, বাসচাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। 

ওসি আরও বলেন, দুর্ঘটনার পর সড়কে বিট তৈরির দাবিতে এলাকাবাসী প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। পরে উপজেলা হাইওয়ে থানার ওসির হস্তক্ষেপে সড়কে গাড়ি চলাচল স্বাভাবিক হয়। 

‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ না করতে ব্যাংকের চিঠি

তীব্র শীতে নাকাল জনজীবন

কর্মসূচি থেকে ফেরার পথে পিকআপের ধাক্কায় জামায়াত নেতা নিহত

যশোরে জোট নয়, বিএনপি থেকে প্রার্থীর দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ

ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষ: স্ট্রোক করা মিজানকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন স্ত্রী ও শ্যালক, মারা গেলেন সবাই

টানা দ্বিতীয় দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, ঠান্ডা বাতাসে দুর্বিষহ জীবন

যশোর বিএনপি : ৩ আসনে প্রার্থী বদল, মাঠে বঞ্চিত ১০ জন

যশোর-১ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন, ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটন

যবিপ্রবির প্রথম উপাচার্য রফিকুল ইসলাম মারা গেছেন

যশোরে ১৯ মামলার আসামি ‘ত্রাস সোহাগ’ গ্রেপ্তার