হোম > সারা দেশ > যশোর

বাসচাপায় শ্রমিক নিহত, আহত ১ 

অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলায় বাসচাপায় ইকবল হোসেন (৩৩) নামের এক বিদ্যুৎশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। 

গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার যশোর-খুলনা মহাসড়কের চেঙ্গুটিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ইকবল উপজেলার বুইকরা গ্রামের রহিম মুন্সীর ছেলে এবং আহত নয়ন (২৬) একই গ্রামের মুজিবর রহমানের ছেলে। 

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, খুলনাগামী বাস মোটরসাইকেল আরোহী দুজনকে চাপা দেয়। ঘটনাস্থলে একজন নিহত হন। অপরজনকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, নয়নের ডান পায়ে ওপেন ফ্যাকচার হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে। 

এ বিষয়ে অভয়নগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, বাসচাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। 

ওসি আরও বলেন, দুর্ঘটনার পর সড়কে বিট তৈরির দাবিতে এলাকাবাসী প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। পরে উপজেলা হাইওয়ে থানার ওসির হস্তক্ষেপে সড়কে গাড়ি চলাচল স্বাভাবিক হয়। 

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড