হোম > সারা দেশ > যশোর

ভারতে পাচারের সময় ১০ স্বর্ণের বারসহ গ্রেপ্তার ২ সহোদর

বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় ১০টি স্বর্ণের বারসহ দুই সহদোরকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার সকালে বেনাপোল বন্দর থানার কাস্টমস-বিজিবি গেটের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করেন ৪৯ ব্যাটালিয়ন বিজিবির সদস্যরা।

গ্রেপ্তারকৃতরা হলেন, চুয়াডাঙ্গার পীরপুরকুল্লা উপজেলার মুন্সিপুর গ্রামের শফিকুল ইসলামের দুই ছেলে হিরণ মিয়া (২৫) ও মিলন হোসেন (২৮)।

যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল সৈয়দ মিনহাজ ছিদ্দিকী বলেন, গোপন সংবাদে জানতে পারি সীমান্ত পথে স্বর্ণের একটি চালান ভারতে পাচার করা হবে। পরে বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়। এ সময় বেনাপোল কাস্টমস-বিজিবি চেকপোস্টের সামনে থেকে সন্দেহভাজন দুই সহদোরকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের শরীরে তল্লাশি চালিয়ে ১০টি স্বর্ণবার জব্দ করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ২০০ গ্রাম।

বিজিবির অধিনায়ক আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁদের বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়।

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড