হোম > সারা দেশ > যশোর

ভারতে পাচারের সময় ১০ স্বর্ণের বারসহ গ্রেপ্তার ২ সহোদর

বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় ১০টি স্বর্ণের বারসহ দুই সহদোরকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার সকালে বেনাপোল বন্দর থানার কাস্টমস-বিজিবি গেটের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করেন ৪৯ ব্যাটালিয়ন বিজিবির সদস্যরা।

গ্রেপ্তারকৃতরা হলেন, চুয়াডাঙ্গার পীরপুরকুল্লা উপজেলার মুন্সিপুর গ্রামের শফিকুল ইসলামের দুই ছেলে হিরণ মিয়া (২৫) ও মিলন হোসেন (২৮)।

যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল সৈয়দ মিনহাজ ছিদ্দিকী বলেন, গোপন সংবাদে জানতে পারি সীমান্ত পথে স্বর্ণের একটি চালান ভারতে পাচার করা হবে। পরে বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়। এ সময় বেনাপোল কাস্টমস-বিজিবি চেকপোস্টের সামনে থেকে সন্দেহভাজন দুই সহদোরকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের শরীরে তল্লাশি চালিয়ে ১০টি স্বর্ণবার জব্দ করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ২০০ গ্রাম।

বিজিবির অধিনায়ক আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁদের বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়।

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে

ইজিবাইকে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে

রানা প্রতাপকে বরফকল থেকে ডেকে নিয়ে মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা তিন সন্ত্রাসী

যশোরে জুলাই যোদ্ধা ছুরিকাহত, এলাকায় আতঙ্ক

কাবিখার ১৮ প্রকল্প: সহায়কের হাতে প্রকল্পের চাবি

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

যশোরে দুটি আসনে বিএনপির প্রার্থীসহ পাঁচজনের মনোনয়নপত্র বাতিল