হোম > সারা দেশ > যশোর

হাসপাতালে দুদিনের সন্তানকে রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেলেন মা

যশোর প্রতিনিধি

যশোর সদর হাসপাতালে ছেলেসন্তান প্রসব করেন আমেনা আশরাফী নিঝুম (১৯)। এক দিন পর ওই সন্তানের বাবা হিসেবে দুজন দাবি করেন। একপর্যায়ে গতকাল বুধবার দুপুরে দুই দিনের সন্তানকে রেখে প্রেমিকের হাত ধরে পালিয়ে যান নিঝুম। সে মাগুরার স্টেডিয়ামপাড়া এলাকার মৃত আইয়ুব হোসেনের মেয়ে।

এ বিষয়ে নিঝুমের চাচা মো. শাহ আলম বলেন, ২০২০ সালে নিঝুমের সঙ্গে ভোলার ইব্রাহিম বিশ্বাসের বিয়ে হয়। বিয়ের পরপরই গর্ভবতী হন নিঝুম। এ অবস্থায় গত ২৯ সেপ্টেম্বর বাড়ি থেকে পালিয়ে যায় সে। পরে গত মঙ্গলবার জানতে পারি নিঝুম যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন। ওই দিনই পরিবারের লোকজন হাসপাতালে গেলে জানতে পারেন গত সোমবার ছেলেসন্তানের জন্ম দিয়েছে। এ সময় নিঝুমকে বাড়ি নিয়ে যেতে চাইলে পরদিনই হাসপাতাল থেকে পালিয়ে যায় সে।

নিঝুমের চাচা আরও বলেন, মাগুরার স্টেডিয়ামপাড়ার সাকিবুর রহমানের ছেলে শাহীন দীর্ঘদিন ধরে আমার ভাতিজিকে প্রলুব্ধ করে আসছিল। একপর্যায়ে সে জমিজমার লোভ দেখিয়ে গত ২৯ সেপ্টেম্বর নিঝুমকে নিয়ে পালিয়ে যায়।

নিঝুমের মা আসমা খাতুন বলেন, ‘মেয়ের খবর পেয়ে আমরা হাসপাতালে আসি। এ সময় শাহীন আমাকে ও সদ্যোজাত শিশুকে হত্যার হুমকি দেয়।’

নাম প্রকাশে অনিচ্ছুক যশোর সদর হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের একজন সেবিকা বলেন, ‘গত বুধবার দুজন ব্যক্তি ওই সন্তানের বাবা দাবি করে বিরোধে জড়িয়ে পড়েন। এ সময় আমরা হাসপাতালে কর্তব্যরত পুলিশে খবর দিই।’

এ নিয়ে উপসহকারী পুলিশ পরিদর্শক এনাম হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা আসার আগেই শাহীন ও নিঝুম পালিয়ে যায়। পরে শিশুটিকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।’

পুলিশ পরিদর্শক আরও বলেন, মাগুরা সদর থানায় এ-সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়েছে। তাই এ ব্যাপারে সেখানকার পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। 

‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ না করতে ব্যাংকের চিঠি

তীব্র শীতে নাকাল জনজীবন

কর্মসূচি থেকে ফেরার পথে পিকআপের ধাক্কায় জামায়াত নেতা নিহত

যশোরে জোট নয়, বিএনপি থেকে প্রার্থীর দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ

ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষ: স্ট্রোক করা মিজানকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন স্ত্রী ও শ্যালক, মারা গেলেন সবাই

টানা দ্বিতীয় দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, ঠান্ডা বাতাসে দুর্বিষহ জীবন

যশোর বিএনপি : ৩ আসনে প্রার্থী বদল, মাঠে বঞ্চিত ১০ জন

যশোর-১ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন, ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটন

যবিপ্রবির প্রথম উপাচার্য রফিকুল ইসলাম মারা গেছেন

যশোরে ১৯ মামলার আসামি ‘ত্রাস সোহাগ’ গ্রেপ্তার