হোম > সারা দেশ > যশোর

এসআই স্ত্রীকে নির্যাতনের অভিযোগে পুলিশ পরিদর্শক সাময়িক বরখাস্ত

যশোর প্রতিনিধি

যশোরে শাহাজাদী আক্তার নামে পুলিশের নারী উপপরিদর্শককে (এসআই) নির্যাতনের অভিযোগে পুলিশ পরিদর্শক স্বামী কামরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

গত ৩১ ডিসেম্বর অতিরিক্ত ডিআইজি বেলাল উদ্দিন স্বাক্ষরিত অফিস আদেশে তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে। অফিস নোটিশে স্ত্রীকে নির্যাতনের কথা উল্লেখ না করলেও বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থী কার্য ও অসদাচরণমূলক অপরাধের উল্লেখ করা হয়েছে। 

এ তথ্য নিশ্চিত করেছেন ঝিনাইদহ পিবিআই পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান। আজ সোমবার বিকেলে মো. মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘কামরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। প্রাথমিক তদন্তে শৃঙ্খলা ভঙ্গের কারণে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

গত শুক্রবার রাতে যশোর সদরের খড়কি এলাকার বাড়িতে পুলিশ পরিদর্শক কামরুজ্জামান তাঁর স্ত্রী যশোর সদর জুডিশিয়াল আদালতের উপপরিদর্শক (এসআই) শাহজাদী আক্তারকে এলোপাতাড়িভাবে মারপিট ও ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন বলে অভিযোগ ওঠে। শাহাজাদী আক্তার যশোরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন। যৌতুকের মামলা তুলে নিতে নির্যাতন করা হয়েছে বলে দাবি করেছেন শাহাজাদী আক্তার। 

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন পুলিশ পরিদর্শক কামরুজ্জামান। তিনি ঝিনাইদহ পিবিআই (পুলিশ ইনভেস্টিগেশন অব ব্যুরো) পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

যশোরে নিখোঁজ পুলিশ সদস্যের লাশ ২২ দিন পর পঞ্চগড়ে উদ্ধার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির মৃত্যুতে যবিপ্রবিতে বিক্ষোভ

যশোরে আচরণবিধি লঙ্ঘন করে নেতা-কর্মীদের শোডাউন, বিএনপি প্রার্থীকে শোকজ

বেনাপোলে ভারতীয় ট্রাকে কোটি টাকার অবৈধ পণ্য

দুদকের জালে এমপি মন্ত্রী আমলা

জুলাই গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঘটিয়েছি রাজাকারের আস্ফালন দেখার জন্য নয়: মেঘমল্লার বসু

যশোরে বাবার সামনেই ছুরিকাঘাতে ছেলেকে হত্যা

যশোর কারাগারে আত্মহত্যা করেছেন ‘দেশসেরা উদ্ভাবক’ মিজান

যশোরে বিএনপি অফিসে হামলা: আ.লীগ নেতা কারাগারে

শীতের রোগে শয্যাসংকট