হোম > সারা দেশ > যশোর

যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল, তাদের মূল্যায়ন করতে হবে: ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

­যশোর প্রতিনিধি

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। ছবি: সংগৃহীত

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, জীবনের ঝুঁকি নিয়ে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল, তাদের মূল্যায়ন করতে হবে। আগামী দিনের নেতৃত্বে তাদের সামনে আনতে হবে। পরিশুদ্ধ রাজনীতি করতে হবে। কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া হবে না।

আজ শনিবার দুপুরে যশোরে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় ব্যারিস্টার রুহুল কুদ্দুস এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘বিগত আওয়ামী লীগের দুঃশাসন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বিগত সময়গুলোর আন্দোলন থেকে শিক্ষা নিতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বে অনেক নেতা-কর্মী হত্যার শিকার হয়েছে। সেইসব রাজনীতি পরিহার করতে হবে। বিগত সময়কালের রাজনীতি আর বর্তমানের রাজনীতি এক নয়। রাজনীতি অনেক পরিবর্তন হয়েছে।’

আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আইনজীবী ফোরামের সহসাংগঠনিক সম্পাদক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল রফিকুল ইসলাম ও আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার সাকিবুজ্জামান।

জেলা আইনজীবী ফোরামের সিনিয়র সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক সভায় সভাপতিত্ব করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে

ইজিবাইকে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে

রানা প্রতাপকে বরফকল থেকে ডেকে নিয়ে মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা তিন সন্ত্রাসী

যশোরে জুলাই যোদ্ধা ছুরিকাহত, এলাকায় আতঙ্ক

কাবিখার ১৮ প্রকল্প: সহায়কের হাতে প্রকল্পের চাবি