হোম > সারা দেশ > যশোর

মনিরামপুরে ট্রাক চাপায় পথচারী নিহত

যশোরের মনিরামপুরে ট্রাক চাপায় এক পথচারী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে যশোর-চুকনগর সড়কের চিনাটোলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউনুছ বিশ্বাস (৫৫) উপজেলার মাছনা গ্রামের ফজলুর রহমানের ছেলে। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন। খবর পেয়ে মনিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

নিহতের ভাইপো ফারুক হোসেন বলেন, দীর্ঘদিন ধরে চাচার মাথায় সমস্যা। তিনি প্রায় কাউকে না জানিয়ে বাড়ি থেকে চলে যান। বৃহস্পতিবার সকালে তিনি বাড়ি থেকে বের হন। পরে রাত ১২টার দিকে হাসপাতাল থেকে চাচার মৃত্যুর খবর আসে। ট্রাক চাপায় চাচার মাথা ও পা বাদে দেহের বাকি অংশ পিষ্ট গেছে।

মনিরামপুর ফায়ার স্টেশনের উদ্ধার কর্মী শেখ আকাশ বলেন, দুর্ঘটনায় এক ব্যক্তির লাশ পড়ে থাকার কথা স্থানীয়রা আমাদের জানানোর পর আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিয়েছি।

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ উপসহকারী কমিউনিটি আবাসিক চিকিৎসক আলেক উদ্দিন বলেন, রাতেই স্বজনরা এসে লাশ নিয়ে গেছেন।

‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ না করতে ব্যাংকের চিঠি

তীব্র শীতে নাকাল জনজীবন

কর্মসূচি থেকে ফেরার পথে পিকআপের ধাক্কায় জামায়াত নেতা নিহত

যশোরে জোট নয়, বিএনপি থেকে প্রার্থীর দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ

ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষ: স্ট্রোক করা মিজানকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন স্ত্রী ও শ্যালক, মারা গেলেন সবাই

টানা দ্বিতীয় দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, ঠান্ডা বাতাসে দুর্বিষহ জীবন

যশোর বিএনপি : ৩ আসনে প্রার্থী বদল, মাঠে বঞ্চিত ১০ জন

যশোর-১ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন, ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটন

যবিপ্রবির প্রথম উপাচার্য রফিকুল ইসলাম মারা গেছেন

যশোরে ১৯ মামলার আসামি ‘ত্রাস সোহাগ’ গ্রেপ্তার