হোম > সারা দেশ > যশোর

মনিরামপুরে ট্রাক চাপায় পথচারী নিহত

যশোরের মনিরামপুরে ট্রাক চাপায় এক পথচারী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে যশোর-চুকনগর সড়কের চিনাটোলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউনুছ বিশ্বাস (৫৫) উপজেলার মাছনা গ্রামের ফজলুর রহমানের ছেলে। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন। খবর পেয়ে মনিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

নিহতের ভাইপো ফারুক হোসেন বলেন, দীর্ঘদিন ধরে চাচার মাথায় সমস্যা। তিনি প্রায় কাউকে না জানিয়ে বাড়ি থেকে চলে যান। বৃহস্পতিবার সকালে তিনি বাড়ি থেকে বের হন। পরে রাত ১২টার দিকে হাসপাতাল থেকে চাচার মৃত্যুর খবর আসে। ট্রাক চাপায় চাচার মাথা ও পা বাদে দেহের বাকি অংশ পিষ্ট গেছে।

মনিরামপুর ফায়ার স্টেশনের উদ্ধার কর্মী শেখ আকাশ বলেন, দুর্ঘটনায় এক ব্যক্তির লাশ পড়ে থাকার কথা স্থানীয়রা আমাদের জানানোর পর আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিয়েছি।

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ উপসহকারী কমিউনিটি আবাসিক চিকিৎসক আলেক উদ্দিন বলেন, রাতেই স্বজনরা এসে লাশ নিয়ে গেছেন।

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড