হোম > সারা দেশ > যশোর

যশোর বাসের চাকার নিচে পড়ে চালকের সহকারী নিহত

চৌগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের চৌগাছায় চলন্ত বাস থেকে নামতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে শামীম হোসেন (২৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি অন্য একটি বাসের চালকের সহকারী ছিলেন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে চৌগাছা-যশোর সড়কের চৌগাছা সরকারি কলেজে পাশে একটি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

শামীম হোসেন উপজেলার সুখপুকরিয়া ইউনিয়নের আড়সিংড়ি পুকুরিয়া গ্রামের আকবর আলীর ছেলে। 

প্রত্যক্ষদর্শী অন্য একটি বাসের চালক রানা এবং একটি বাসের সুপারভাইজার লাভলু বলেন, শামীম যশোর-চৌগাছায় চলাচল করা ইউএ ট্রাভেলসের একটি বাসের চালকের সহকারী হিসেবে কাজ করত। দুপুর সাড়ে বারোটার দিকে চৌগাছা মেইন বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যশোরে যাওয়া এএ আফ্রিদি নামের একটি বাসে করে চৌগাছা ফিলিং স্টেশনে যাচ্ছিল। সেখানে পৌঁছে বাসটি থেকে নামতে গিয়ে পা-পিছলে পড়ে যায়। এ সময় বাসের পেছনের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে সে মারাত্মক আহত হয়। স্থানীয়দের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক লুৎফুন্নেছা লতা বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। 

চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, বাসের চালকের সহকারী নিহতের ঘটনায় বাসটিকে হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

যশোরে জোট নয়, বিএনপি থেকে প্রার্থীর দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ

ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষ: স্ট্রোক করা মিজানকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন স্ত্রী ও শ্যালক, মারা গেলেন সবাই

টানা দ্বিতীয় দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, ঠান্ডা বাতাসে দুর্বিষহ জীবন

যশোর বিএনপি : ৩ আসনে প্রার্থী বদল, মাঠে বঞ্চিত ১০ জন

যশোর-১ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন, ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটন

যবিপ্রবির প্রথম উপাচার্য রফিকুল ইসলাম মারা গেছেন

যশোরে ১৯ মামলার আসামি ‘ত্রাস সোহাগ’ গ্রেপ্তার

৪ কোটি টাকা চাঁদাবাজির মামলায় বিএনপি নেতার বিরুদ্ধে চার্জশিট

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় যশোর সীমান্তে কড়া নজরদারি

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চার দম্পতি ও ১ বৃদ্ধা আটক