হোম > সারা দেশ > যশোর

বন্দর থেকে খালাস হলো ভারতে ছাপানো সাড়ে ৫ লাখ বই 

বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা প্রাথমিক বিদ্যালয়ের ৫ লাখ ২৯ হাজার ৮৩৩টি বই খালাস শুরু হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এ বইয়ের চালান গতকাল বুধবার ভারত থেকে আমদানি করেছিল। 

বেনাপোল বন্দরের ২৭ নম্বর পণ্যাগারে আমদানি করা বই ভারতীয় ট্রাক থেকে খালাস হয়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্দেশে নেওয়া হচ্ছে। 

বেনাপোল বন্দরের ২৭ নম্বর পণ্যাগারের ইনচার্জ (ট্রাফিক ইন্সপেক্টর) মো. আব্দুল হাফিজ বলেন, বইয়ের আমদানিকারক প্রতিষ্ঠান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের কৃষ্ণা ট্রেডার্স। বইয়ের আমদানিমূল্য ১ লাখ ৩০ হাজার ৬৬৬ মার্কিন ডলার। 

বন্দর থেকে বই খালাসের সময় উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কন্ট্রোলার অব প্রডাকশন সাইদুর রহমান। 

বইয়ের জোগানদাতা কাজী সিরাজুল হক বলেন, ‘যদিও আমরা বইগুলো একটু দেরিতে পেয়েছি, তারপরও প্রধানমন্ত্রীর এই মহৎ উদ্যোগ সফল করতে আমরা যথাসময়ে পাঠ্যপুস্তকগুলো যথাস্থানে পৌঁছে দেব। সেই অনুযায়ী শিগ্‌গিরই কাজ চলমান রয়েছে।’ 

বই সরবরাহের দায়িত্বে নিয়োজিত সিএন্ডএফ এজেন্ট বেনাপোলের মেসার্স এ্যানেস্ক ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ফারুক হোসেন উজ্জ্বল বলেন, যেসব বই এরই মধ্যে আমদানি হয়েছে, তা বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা নাগাদ ১১টি ট্রাকে দেশের বিভিন্ন স্থানে পৌঁছানোর লক্ষ্যে বন্দর থেকে খালাস শুরু হয়েছে। খালাসের পর বই নিয়ে ট্রাক যাতে দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারে তার জন্য সব ধরনের প্রস্তুতিও রয়েছে। 

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ