হোম > সারা দেশ > যশোর

যশোরের শার্শায় ১৪টি সোনার বার উদ্ধার

বেনাপোল (যশোর) প্রতিনিধি

ভারতে পাচারের সময় যশোরের শার্শায় এক কেজি ৬৩০ গ্রাম ওজনের ১৪টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। গতকাল বুধবার রাতে উপজেলার পাঁচ ভুলাট সীমান্ত থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়। তবে পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

গতকাল বুধবার রাত ১০টার দিকে বিজিবির একটি দল অভিযান চালিয়ে সোনার চালানটি আটক করে।

বিজিবি জানায়, শার্শার পাঁচ ভুলাট সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল পাঁচ ভুলাট সীমান্তের ৮৮ মেইন পিলারের পাশে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। এ সময় একজন লোককে সীমান্তের শূন্য লাইনের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাঁকে থামতে বলে। এ সময় ওই ব্যক্তি ইছামতী নদীতে ঝাঁপ দিলে তাঁর কাছে থাকা একটি পোঁটলা পড়ে যায়। পোঁটলাটি ক্যাম্পে নিয়ে তল্লাশি করে এর মধ্যে ১৪টি সোনার বার পাওয়া যায়। যার ওজন ১ কেজি ৬৩০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৪০ লাখ টাকা।

এ ব্যাপারে খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, শার্শার পাঁচ ভুলাট সীমান্ত পথ দিয়ে ভারতে পাচারের সময় একটি সোনার চালান মালিকবিহীন উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সোনা শার্শা থানায় জমা দেওয়া হয়েছে।

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড