হোম > সারা দেশ > যশোর

যশোরের শার্শায় ১৪টি সোনার বার উদ্ধার

বেনাপোল (যশোর) প্রতিনিধি

ভারতে পাচারের সময় যশোরের শার্শায় এক কেজি ৬৩০ গ্রাম ওজনের ১৪টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। গতকাল বুধবার রাতে উপজেলার পাঁচ ভুলাট সীমান্ত থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়। তবে পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

গতকাল বুধবার রাত ১০টার দিকে বিজিবির একটি দল অভিযান চালিয়ে সোনার চালানটি আটক করে।

বিজিবি জানায়, শার্শার পাঁচ ভুলাট সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল পাঁচ ভুলাট সীমান্তের ৮৮ মেইন পিলারের পাশে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। এ সময় একজন লোককে সীমান্তের শূন্য লাইনের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাঁকে থামতে বলে। এ সময় ওই ব্যক্তি ইছামতী নদীতে ঝাঁপ দিলে তাঁর কাছে থাকা একটি পোঁটলা পড়ে যায়। পোঁটলাটি ক্যাম্পে নিয়ে তল্লাশি করে এর মধ্যে ১৪টি সোনার বার পাওয়া যায়। যার ওজন ১ কেজি ৬৩০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৪০ লাখ টাকা।

এ ব্যাপারে খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, শার্শার পাঁচ ভুলাট সীমান্ত পথ দিয়ে ভারতে পাচারের সময় একটি সোনার চালান মালিকবিহীন উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সোনা শার্শা থানায় জমা দেওয়া হয়েছে।

বেনাপোলে ভারতীয় ট্রাকে কোটি টাকার অবৈধ পণ্য

দুদকের জালে এমপি মন্ত্রী আমলা

জুলাই গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঘটিয়েছি রাজাকারের আস্ফালন দেখার জন্য নয়: মেঘমল্লার বসু

যশোরে বাবার সামনেই ছুরিকাঘাতে ছেলেকে হত্যা

যশোর কারাগারে আত্মহত্যা করেছেন ‘দেশসেরা উদ্ভাবক’ মিজান

যশোরে বিএনপি অফিসে হামলা: আ.লীগ নেতা কারাগারে

শীতের রোগে শয্যাসংকট

চুরির দায়ে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর এক দিন পরই পালাল কিশোর

সারসংকট নিরসনসহ ৫ দফা কৃষক খেতমজুর সমিতির, যশোর ডিসি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি

খুলনার শীর্ষ সন্ত্রাসী চিংড়ি পলাশ যশোরে গ্রেপ্তার