হোম > সারা দেশ > যশোর

যশোর-৫: প্রতিমন্ত্রী স্বপনের বিরুদ্ধে লড়বেন আওয়ামী লীগের ৩ নেতা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মনিরামপুর) সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের নৌকার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের তিন নেতা। আজ সোমবার উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাঁরা মনোনয়ন সংগ্রহ করেছেন। 

মনোনয়ন সংগ্রহকারী তিন নেতা হলেন—আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক উপকমিটির সদস্য ও জেলা কৃষক লীগের সহসভাপতি এসএম ইয়াকুব আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু ও মনিরামপুরের প্রয়াত সংসদ সদস্য খান টিপু সুলতানের ছেলে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হুমায়ুন সুলতান সাদাব। 

অন্যদিকে আজ (সোমবার) নৌকার মনোনীত প্রার্থী সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের পক্ষে মনোনয়ন সংগ্রহ করা হয়েছে। তৃণমূল বিএনপির হয়েও মনোনয়ন সংগ্রহ করেছেন আবু নসর মোহাম্মদ মোস্তফা। 

এ সব তথ্য নিশ্চিত করেছেন প্রার্থীরা নিজেই ও মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সহকারী আবুল কালাম আজাদ। ইউএনও জাকির হোসেন কার্যালয়ে না থাকায় তাঁর পক্ষে সহকারী আবুল কালাম আজাদ মনোনয়ন ফরম বিতরণের কাজে নিয়োজিত ছিলেন। 

আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘মনোনয়ন সংগ্রহের প্রথম দিনে আমাদের দপ্তর থেকে নৌকার প্রার্থীসহ পাঁচজন মনোনয়ন সংগ্রহ করেছেন।’ 

দলীয় সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মনিরামপুর) আসন থেকে ১৩ জন নৌকার টিকিট চেয়েছিলেন। তাঁদের মধ্যে সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। তাঁকে দলীয় মনোনয়ন দেওয়ায় দলের মনোনয়ন প্রত্যাশী অনেকের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। দলের হাইকমান্ড থেকে ডামি প্রার্থীর ব্যাপারে নিষেধাজ্ঞা না থাকায় অনেকে স্বতন্ত্র নির্বাচন করার আগ্রহ দেখাচ্ছেন।

যশোরে ছাত্রদলের ম্যারাথনে দৌড়ালেন পাঁচ শতাধিক নবীন-প্রবীণ

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর