প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় যশোরের মনিরামপুরে চালকলের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান অভিযান চালিয়ে পৌর এলাকার ব্যাপারী চালকলের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমানকে এ জরিমানা করেন।
অভিযানে পাট গবেষণা ইনস্টিটিউট যশোরের প্রধান পরিদর্শক গোলাম সরোয়ার তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান আজকের পত্রিকাকে বলেন, ব্যাপারী অটো রাইস মিলে অভিযান পরিচালনার সময় দেখা গেছে পাটজাত দ্রব্যের মোড়ক ব্যবহার না করে প্লাস্টিকের বস্তায় চাল সরবরাহ, সংরক্ষণ ও বিক্রি করছেন। এ জন্য পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ অনুযায়ী মিল কর্তৃপক্ষকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।