যশোরের বেনাপোল স্থলবন্দর এলাকায় আমদানি পণ্য পরিবহনকারী ট্রাকের চাপায় সুমাইয়া আক্তার (১৯) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক চালককে আটক ও ট্রাক জব্দ করেছে পুলিশ।
আজ রোববার দুপুর ১টায় বেনাপোল বন্দরের ১ নম্বর গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারী বেনাপোল পৌরসভার নারানপুর গ্রামের সাইফুল ইসলাম লিমনের স্ত্রী। মাত্র ৪ মাস আগে বিয়ে হয় তাদের।
প্রত্যক্ষদর্শী পথচারী নাজমুল জানান, ব্যাটারি চালিত ইঞ্জিন ভ্যানে চড়ে ওই নারী বেনাপোল বাজার থেকে চেক পোস্টের দিকে যাচ্ছিলেন। এ সময় বন্দরে পণ্য পরিবহন করতে আসা একটি দ্রুতগামী ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে ভ্যানে থাকা ওই নারী উল্টে ট্রাকের চাকার নিচে পড়ে গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বেনাপোল বন্দর থানার ওসি মামুন খান বলেন, ‘ট্রাক চাপায় নারী নিহতের ঘটনায় ঘাতক চালককে আটক ও ট্রাকটি জব্দ করা হয়েছে।’