হোম > সারা দেশ > যশোর

বেনাপোল বন্দরে পাঁচ দিনে প্রায় ৯ হাজার টন পেঁয়াজ আমদানি

বেনাপোল প্রতিনিধি

গত পাঁচ দিনে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৮ হাজার ৮৪২ টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। সরকারের কৃষি মন্ত্রণালয় আগামী ২৯ মার্চ আমদানির শেষ সময় নির্ধারণ করায় ব্যবসায়ীরা বেশি পেঁয়াজ আনছেন। 

জানা গেছে, বেনাপোল বন্দরে আমদানি করা নাসিকের পেঁয়াজ প্রতি কেজি ২০ টাকা, হাসখালি ১৬ টাকা ও নগর জাতের পেঁয়াজ ১৮ টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে বাজারে উঠতে শুরু করেছে দেশীয় জাতের পেঁয়াজ। এরই মধ্যে পুরোদমে আমদানি হচ্ছে ভারতীয় পেঁয়াজ। আমদানি বাড়ায় গত এক সপ্তাহের ব্যবধানে ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে ৩০ টাকা থেকে কমে ২০ টাকায় বিক্রি হচ্ছে। এতে ক্রেতারা খুশি হলেও লোকসান হচ্ছে বলে জানিয়েছেন আমদানিকারকেরা। 

পেঁয়াজ কিনতে আসা ক্রেতা আলিম বলেন, এক সপ্তাহ আগে ভারতীয় পেঁয়াজের বাজারমূল্য ছিল প্রতি কেজি ৩০ টাকা। এখন দেশীয় পেঁয়াজ বাজারে ওঠায় এবং ভারতীয় পেঁয়াজের আমদানি বৃদ্ধিতে কেজিতে ১০ টাকা দাম কমেছে। 

ভারতীয় ট্রাকচালক অরিন্দম বলেন, ‘আমরা ভারতের নাসিক ও পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চল থেকে পেঁয়াজ বেনাপোল বন্দরে নিয়ে আসছি।’

বন্দর শ্রমিক জাবেদ হোসেন বলেন, প্রায় দেড় বছর বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। এখন আবার আমদানি হচ্ছে। এতে কাজের চাপ বেড়েছে। 

পেঁয়াজচাষি আব্দুল লতিফ বলেন, দেশীয় পেঁয়াজ যে সময় বাজারে আসে, সে সময় ভারতীয় পেঁয়াজের আমদানি বেড়ে যায়। আবার যখন দেশে পেঁয়াজের সংকট পড়ে, তখন আমদানি বন্ধ থাকে। এসবের কারণে চাষিরা পেঁয়াজ উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন। 

পেঁয়াজ আমদানিকারক শামিম গাজী বলেন, আগামী ২৯ মার্চের পর আপাতত আর পেঁয়াজ আমদানি করা যাবে না। তাই ওপারে ক্রয়কৃত পেঁয়াজ দ্রুত নিয়ে আসা হচ্ছে। এখন যে দাম পাওয়া যাচ্ছে, তাতে লোকসান হবে। নাসিকের পেঁয়াজ প্রতি কেজি ২০ টাকা, হাসখালি ১৬ টাকা ও নগর জাতের পেঁয়াজ ১৮ টাকা দরে বিক্রি করা হচ্ছে। 

সিঅ্যান্ডএফ ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, ভারতীয় পেঁয়াজ প্রকারভেদে প্রতি টন ১১১ থেকে ২৮০ ডলার মূল্যে আমদানি করা হচ্ছে। প্রতি কেজি পেঁয়াজ আমদানিতে সরকারকে ৫ শতাংশ হারে ২ টাকা ৭৫ পয়সা শুল্ককর পরিশোধ করতে হচ্ছে। 
 
বেনাপোল বন্দরের উপপরিচালক (প্রশাসন) আব্দুল জলিল বলেন, সম্প্রতি বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বেড়েছে। পেঁয়াজ পচনশীল পণ্য। তাই ব্যবসায়ীরা যাতে দ্রুত বন্দর থেকে খালাস নিতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড