হোম > সারা দেশ > যশোর

বৌমা-শাশুড়ি সমাবেশ

কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুর উপজেলার কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গতকাল ‘বৌমা-শাশুড়ি’ সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

যশোরের কেশবপুরে পুত্রবধূ ও শাশুড়িদের নিয়ে ব্যতিক্রমী এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাসানপুর ইউনিয়নের কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে ওই ‘বৌমা-শাশুড়ি’ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে এলাকার শতাধিক পুত্রবধূ ও শাশুড়ির উপস্থিতি মিলনমেলায় রূপ নেয়।

সমাবেশে ১০১ জন বৌমা ও শাশুড়িকে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা হিসেবে শাড়ি উপহার দেওয়া হয়। বৌমা ও শাশুড়ির ভেতর পাস্পরিক সম্পর্ক বৃদ্ধির জন্য এমন ব্যতিক্রমী সমাবেশের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সমাবেশ সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাকর। সভাপতিত্ব করেন যশোর জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক নাজমা সুলতানা। প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদের সহধর্মিণী রেহেনা আজাদ।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবীর, হাসানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহেল মেহেদী, উপজেলা মহিলা দলনেত্রী নুরুন্নাহার নূরী, রুবিয়া খাতুন প্রমুখ।

‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ না করতে ব্যাংকের চিঠি

তীব্র শীতে নাকাল জনজীবন

কর্মসূচি থেকে ফেরার পথে পিকআপের ধাক্কায় জামায়াত নেতা নিহত

যশোরে জোট নয়, বিএনপি থেকে প্রার্থীর দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ

ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষ: স্ট্রোক করা মিজানকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন স্ত্রী ও শ্যালক, মারা গেলেন সবাই

টানা দ্বিতীয় দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, ঠান্ডা বাতাসে দুর্বিষহ জীবন

যশোর বিএনপি : ৩ আসনে প্রার্থী বদল, মাঠে বঞ্চিত ১০ জন

যশোর-১ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন, ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটন

যবিপ্রবির প্রথম উপাচার্য রফিকুল ইসলাম মারা গেছেন

যশোরে ১৯ মামলার আসামি ‘ত্রাস সোহাগ’ গ্রেপ্তার