হোম > সারা দেশ > যশোর

বিদায়ের দিনে স্কুলের ফ্যান-চেয়ার ভেঙে টিকটকে ছড়াল এসএসসি পরীক্ষার্থীরা

বেনাপোল (যশোর) প্রতিনিধি  

ছবি: সংগৃহীত

যশোরের বেনাপোলে এসএসসি পরীক্ষার আগ মুহূর্তে বিদ্যালয়ে পাঠদানের শেষ দিনে ক্লাসের ফ্যান, লাইট, চেয়ার ও টেবিল ভেঙে টিকটক করে ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ্যমাধ্যমে ছড়িয়ে দিয়েছে ছয় শিক্ষার্থী। সম্প্রতি এই ভিডিও প্রকাশ পায়। তাদের এমন আচরণে হতাশ সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় লোকজন।

আজ মঙ্গলবার সকালে এক শিক্ষার্থীর ফেসবুকে এ ধরনের ভিডিও প্রচার করা হয়।

এর আগে গত মাসে এসএসসি বিদায় অনুষ্ঠানের দিন কোনো এক সময় বিদ্যালয় ভবনে তারা টিকটক বানায়।

বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসানুল কবীর জানান, অভিযুক্ত শিক্ষার্থীরা ২০২৫ এসএসসি পরীক্ষার্থী ছিল। পরীক্ষার আগে বিদায় অনুষ্ঠান করা হয়। এদিন এই শিক্ষাথীরা কোনো এক সময় তাদের ক্লাসরুমে গিয়ে ফ্যান, সিসি ক্যামেরা, নিজেদের ও স্যারদের বসার চেয়ার ভাঙচুর করে টিকটক বানায়।

প্রথমে ঘটনা কে করেছে, তা ধরা না গেলেও এসব নিয়ে টিকটক বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছাড়িয়ে দিলে অভিযুক্ত শিক্ষার্থীরা ধরা পড়ে। বিষয়টি ছাত্রদের অভিভাবকদের অবগত করা হয়েছে।

এদিকে এ ধরনের ঘটনা প্রচার হলে সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।

বেনাপোল হাইস্কুলের সাবেক শিক্ষক আব্দুল মান্নান জানান, ‘স্কুলজীবন বিদায় বেদনার হয়। তবে এসব শিক্ষার্থীর এহেন কর্মকাণ্ড আমাদের লজ্জিত করেছে।’

ছবি: সংগৃহীত

বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী মনিরুজ্জামান জানান, ‘আমরা ফেসবুকে এ ধরনের টিকটক দেখে হতভম্ব হয়েছি। অথচ আমাদের স্কুলবিদায়ের দিন মনে পড়লে এখনো চোখে পানি আসে।’

‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ না করতে ব্যাংকের চিঠি

তীব্র শীতে নাকাল জনজীবন

কর্মসূচি থেকে ফেরার পথে পিকআপের ধাক্কায় জামায়াত নেতা নিহত

যশোরে জোট নয়, বিএনপি থেকে প্রার্থীর দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ

ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষ: স্ট্রোক করা মিজানকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন স্ত্রী ও শ্যালক, মারা গেলেন সবাই

টানা দ্বিতীয় দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, ঠান্ডা বাতাসে দুর্বিষহ জীবন

যশোর বিএনপি : ৩ আসনে প্রার্থী বদল, মাঠে বঞ্চিত ১০ জন

যশোর-১ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন, ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটন

যবিপ্রবির প্রথম উপাচার্য রফিকুল ইসলাম মারা গেছেন

যশোরে ১৯ মামলার আসামি ‘ত্রাস সোহাগ’ গ্রেপ্তার