হোম > সারা দেশ > যশোর

খেতে বসে স্বামীর সঙ্গে কথা-কাটাকাটি, স্ত্রীর ‘আত্মহত্যা’

যশোরের মনিরামপুরে আমেনা খাতুন (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। আজ রোববার সকাল ৯টার দিকে উপজেলার কৃষ্ণবাটি গ্রামে স্বামীর বাড়িতে শোয়ার ঘর থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে স্বজনেরা। পারিবারিক কলহের জেরে স্বামীর ওপর অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। 

মৃত আমেনা খাতুন ওই গ্রামের আরিফুল ইসলামের স্ত্রী। বিয়ের আগে তাঁরা সম্পর্কে চাচাতো ভাই-বোন ছিল। 

আমেনার স্বামী আরিফুলের বড় ভাই রাজু ইসলাম বলেন, ‘আজ সকালে আরিফ ও তাঁর স্ত্রী বাড়িতে ধান ঝাড়ার কাজ করছিল। এরপর তাঁরা দুজনে একসঙ্গে রান্নাঘরে সকালের খাবার খেতে ঢোকে। সেখানে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। তখন স্বামীকে খাওয়া অবস্থায় রেখে নিজ ঘরে যায় আমেনা। সেখানে গলায় রশি পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে।’ 

এ বিষয়ে মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর ই আলম সিদ্দিকী বলেন, ‘গৃহবধূ খুব জেদি ছিলেন বলে তাঁর স্বজনেরা জানিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।’ 

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ