হোম > সারা দেশ > যশোর

সাবেক স্ত্রীর সঙ্গে ‘পরকীয়া’, খালুর ২ চোখ তুলে নেওয়ার চেষ্টা ক্ষুব্ধ যুবকের

­যশোর প্রতিনিধি

যশোরে শহিদুল ইসলাম (৬০) নামের এক ব্যক্তির দুই চোখ উপড়ে ফেলার চেষ্টা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে যশোর শহরের বকচর করিম পেট্রলপাম্প এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাদ্দাম হোসেন (৩০) নামের এক যুবককে আটক করা হয়েছে।

আহত শহিদুল ইসলামকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হামলার শিকার শহিদুল শহরের বকচর করিম পেট্রলপাম্প কবরস্থান রোড এলাকার বাসিন্দা, আর হামলাকারী সাদ্দাম তাঁর ভায়রা শাহ জামালের ছেলে।

আজ শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) নূর ই আলম সিদ্দিকী এসব তথ্য দেন। তিনি বলেন, দুই মাস আগে স্ত্রীর সঙ্গে সাদ্দামের ডিভোর্স হয়। সেই স্ত্রীর সঙ্গে তাঁর খালু শহিদুল পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ কারণে ক্ষুব্ধ হয়ে তাঁর দুই চোখ তুলে নেওয়ার চেষ্টা করেন সাদ্দাম।

পুলিশ সুপার আরও বলেন, এ ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা উদ্‌ঘাটনের চেষ্টা চালাচ্ছে পুলিশ। হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাদ্দামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড