হোম > সারা দেশ > যশোর

বোরো মৌসুম শুরুর আগেই সারের বাড়তি দাম, বিপাকে কৃষকেরা

বোরো মৌসুম শুরু হতে এখনো মাসখানেক বাকি। চলছে রবি মৌসুম। এরই মধ্যে সরকারনির্ধারিত দামের চেয়ে বাড়তি দামে সার কিনতে হচ্ছে কৃষকদের। প্রকারভেদে প্রতি কেজি সার ৪ থেকে ১২ টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে। এতে বিপাকে পড়েছেন কৃষকেরা। 

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বিভিন্ন বাজারে ইউরিয়া সার ২৫-২৬ টাকা, ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) ৩০-৩৪ টাকা, ড্রাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ২২-২৬ টাকা এবং মিউরেট অব পটাশ ২৪-২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সরকারি পরিবেশকেরা কিছুটা নিয়ন্ত্রণে সার বিক্রি করলেও বাইরের খুচরা সার বিক্রেতারা ইচ্ছেমতো দাম নিচ্ছেন। 

উপজেলা কৃষি দপ্তরের তথ্যমতে, চলতি নভেম্বর মাসে উপজেলায় ১৫ টন ইউরিয়া, ৪ দশমিক ৮৫ টন টিএসপি, ১০ দশমিক ০৫ টন এমওপি এবং ২০ দশমিক ৮৫ টন ডিএপি বরাদ্দ এসেছে। প্রতি কেজি ইউরিয়া ও টিএসপি ২২ টাকা, এমওপি ও ডিএপি কেজি প্রতি ১৬ টাকা দরে নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, চলতি মৌসুমে ২ হাজার ৪০০ হেক্টর জমিতে সরিষা, ২০০ হেক্টর জমিতে মসুর, ১ হাজার ৮২০ হেক্টর জমিতে শীতকালীন সবজি ও ৯৪ হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। 

কৃষকেরা জানান, কেবল আমনের মৌসুম শেষ হয়েছে। এখন সরিষা, মসুর, ভুট্টা ও শীতকালীন সবজির মৌসুম চলছে। আমন মৌসুমে তাঁরা যে বাড়তি দামে সার কিনেছেন, এখনো সেই দামেই কিনতে হচ্ছে তাঁদের। এতে আমনে যে পরিমাণ খরচ হয়েছে, সে হিসাবে ধানের দাম পাচ্ছেন না তাঁরা। বোরো মৌসুমেও যদি এভাবে বেশি দামে সার কিনতে হয়, তাহলে তাঁরা আর ফসল ফলাতে পারবেন না। আর এভাবে সার কিনতে গিয়ে কৃষকেরা ঠকলেও উপজেলা কৃষি দপ্তর থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বাজার তদারকিতেও নেই কোনো উদ্যোগ। 

এ বিষয়ে খেদাপাড়া ইউনিয়নের কৃষক আব্দুল কুদ্দুস বলেন, ‘কয়েক দিন আগে সরিষা বোনার সময় স্থানীয় বাজার থেকে ২৬ টাকা করে আমি ডিএপি কিনেছি।’ 

মশ্মিমনগর এলাকার কৃষক আব্দুস সাত্তার বলেন, ‘আমি ছয় কাঠা জমিতে সরিষা বুনিছি। খেতে ছিটানোর জন্য কাঁঠালতলা বাজার থেকে ছয় কেজি ইউরিয়া ও ছয় কেজি ডিএপি ২৫ টাকা দরে কিনিছি। এতে সারের দাম বেশি পড়ছে।’ 

খেদাপাড়া ইউনিয়নের সারের খুচরা পরিবেশক আলী হোসেন বলেন, এ মাসে শুধু ইউরিয়া সারের বরাদ্দ পেয়েছি। তালিকা করে কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রিও করা হচ্ছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক খুচরা সার বিক্রেতা বলেন, ‘আমাদের ইউরিয়ার কেজি ২৪ টাকা, টিএসপি ৩১ টাকা, ডিএপি ১৯ টাকা ও পটাশ ২২ টাকায় কিনতে হচ্ছে। এ ছাড়া পরিবহন খরচও আছে। তাই দুই-চার টাকা লাভ না করলে চলব কী করে? 

সারের দামের বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা শাহীন ইসলাম বলেন, প্রমাণসহ অভিযোগ পেলে অভিযুক্ত সার বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সামনের বোরো মৌসুমে সারের দাম নিয়ে অভিযান চালানো হবে।

‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ না করতে ব্যাংকের চিঠি

তীব্র শীতে নাকাল জনজীবন

কর্মসূচি থেকে ফেরার পথে পিকআপের ধাক্কায় জামায়াত নেতা নিহত

যশোরে জোট নয়, বিএনপি থেকে প্রার্থীর দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ

ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষ: স্ট্রোক করা মিজানকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন স্ত্রী ও শ্যালক, মারা গেলেন সবাই

টানা দ্বিতীয় দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, ঠান্ডা বাতাসে দুর্বিষহ জীবন

যশোর বিএনপি : ৩ আসনে প্রার্থী বদল, মাঠে বঞ্চিত ১০ জন

যশোর-১ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন, ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটন

যবিপ্রবির প্রথম উপাচার্য রফিকুল ইসলাম মারা গেছেন

যশোরে ১৯ মামলার আসামি ‘ত্রাস সোহাগ’ গ্রেপ্তার