হোম > সারা দেশ > যশোর

যশোরে হত্যার জেরে বাড়িতে আগুন, পুড়ল ৬ ঘর 

যশোর প্রতিনিধি

যশোরে হত্যাকাণ্ডের জের ধরে আগুন দেওয়ায় এক বাড়ির ছয় ঘর পুড়ে গেছে। গতকাল শনিবার মধ্যরাতে শহরের বারান্দীপাড়া এলাকার মাঠপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। 

স্থানীয়রা জানান, গত ৯ ফেব্রুয়ারি মধ্য রাতে ওই এলাকার আয়ান, মিলন ও শাহিনের নেতৃত্বে এলাকার চিহ্নিত ৭-৮ জন একই এলাকার টগর হোসেনকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার টগরের মৃত্যু হয়।

পুড়ে যাওয়া ঘরের মালিক তারেক হাসান বলেন, ‘টগর হত্যা মামলার আসামি আয়ান আমার টিনের একটি ঘরে ভাড়া থাকতেন। শনিবার সন্ধ্যায় ঢাকা থেকে টগরের লাশ নিয়ে এসে দাফন করা হয়। পরে রাত ১২টার দিকে টগরের বন্ধু ও আত্মীয়রা হত্যার ঘটনায় সম্পৃক্ততার অভিযুক্ত আয়ানের থাকা একটি ঘরে আগুন ধরিয়ে দেয়। এ সময় আগুনে মোট ছয়টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় রাতেই পুলিশ দু’জনকে আটক করেছে।’

যশোর ফায়ার সার্ভিসের উপপরিচালক মামুনুর রশিদ বলেন, শনিবার রাত ১২টার দিকে আগুন লাগার খবর আসে আমাদের কাছে। সঙ্গে সঙ্গে সেখানে ফায়ার সার্ভিসের কর্মীদের পাঠানো হয়। কর্মীরা সেখানে এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে ছয়টি ঘর ভস্মীভূত হয়ে যায়। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনো নির্ণয় করা সম্ভব হয়নি।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘শহরের বারান্দীপাড়া বটতলা এলাকার মনি হোসেনের ছেলে টগর হত্যার জেরে আগুনের ঘটনা ঘটেছে। অভিযুক্তদের আটকে পুলিশ অভিযানে রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।’

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে