হোম > সারা দেশ > যশোর

মনিরামপুরে রাস্তার পাশ থেকে ইউপি সদস্যের ছেলের মরদেহ উদ্ধার

যশোরের মনিরামপুরে রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় জাহাঙ্গীর আলম (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা ১০টার দিকে মনিরামপুর-নেহালপুর সড়কের সাতনল-জোড়া পোল নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

জাহাঙ্গীর আলম উপজেলার পাড়িয়ালী গ্রামের সাবেক ইউপি সদস্য নুরুল হক দফাদারের ছেলে। তিনি ঢাকা কলেজ থেকে গণিত বিষয়ে স্নাতক (সম্মান) শেষ করেছেন কিছুদিন আগে। তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পুলিশ জাহাঙ্গীরের মরদেহ নিয়ে যায়। 

জাহাঙ্গীর আলমের চাচাতো ভাই জাহিদুল ইসলাম বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি একটি কোম্পানিতে চাকরি করতেন জাহাঙ্গীর। বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন তিনি। রাতে বাড়িতে ফোন করে স্বজনদের জানিয়েছেন, ভোরে মনিরামপুর বাজার থেকে তাঁকে যেন আনা হয়। এ জন্য রাত ৪টার দিকে বাড়ি থেকে লোকজন মনিরামপুর বাজারে এসে তাঁর অপেক্ষায় থাকেন।’ 

জাহিদুল আরও বলেন, ‘কিন্তু সকাল পর্যন্ত জাহাঙ্গীরের দেখা পাননি তাঁরা। পরে সকাল ৮টার দিকে সাতনল-জোড়া পোলের পাশে জাহাঙ্গীরের মরদেহ পড়ে থাকার খবর পাই।’ তিনি আরও বলেন, ‘এলাকায় জাহাঙ্গীরের কোনো শত্রু ছিল না। তিনি ঢাকায় ছাত্রলীগের রাজনীতি করতেন।’ 

ইমরান নামে স্থানীয় এক যুবক বলেন, ‘জাহাঙ্গীর আলম আমাদের এলাকার বড় ভাই। প্রায়ই তাঁর সঙ্গে কথা হতো। অনার্স শেষে সরকারি চাকরির জন্য অনেক দপ্তরে চেষ্টা করে ব্যর্থ হয়ে হতাশাগ্রস্ত ছিলেন তিনি। এর মধ্যে বিয়েও করেছেন। স্ত্রী ও এক ছেলে থাকায় ভালো চাকরি না পেয়ে ভেঙে পড়েছিলেন জাহাঙ্গীর ভাই।’ 

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক তদন্ত করে দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সকালে লোকজন জাহাঙ্গীর আলমকে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখেছেন, এমনটি জানতে পেরেছি। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। প্রকৃত কারণ জানতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

যশোরে জুলাই যোদ্ধা ছুরিকাহত, এলাকায় আতঙ্ক

কাবিখার ১৮ প্রকল্প: সহায়কের হাতে প্রকল্পের চাবি

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

যশোরে দুটি আসনে বিএনপির প্রার্থীসহ পাঁচজনের মনোনয়নপত্র বাতিল

খালেদা জিয়ার জানাজায় অসুস্থ হয়ে পড়া যুবকের মৃত্যু

যশোরে তীব্র শীতে কাবু জনজীবন

যশোর রেজিস্ট্রি অফিসে আগুন, পুড়েছে ২০০ বছরের দলিল-দস্তাবেজ

‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ না করতে ব্যাংকের চিঠি

তীব্র শীতে নাকাল জনজীবন

কর্মসূচি থেকে ফেরার পথে পিকআপের ধাক্কায় জামায়াত নেতা নিহত