হোম > সারা দেশ > যশোর

‘স্বার্থান্বেষী মহল আলেম ও ইসলামি দলগুলোকে বিগত সময়ে বারবার প্রতারিত করেছে’

­যশোর প্রতিনিধি

যশোরে জনসভায় মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। ছবি: আজকের পত্রিকা

স্বার্থান্বেষী মহল গত ৫৩ বছরে আলেম ও ইসলামি দলগুলোকে বারবার প্রতারিত করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। আজ শুক্রবার সন্ধ্যায় যশোর ঈদগা মাঠে এক জনসভায় তিনি এ কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, ‘বিভিন্ন সময় মুখরোচক বক্তব্য দিয়ে আমাদের ব্যবহার করে তারা ক্ষমতায় গেছে। তারপর আমাদের ভুলে গেছে, প্রতারণা করেছে, দেশের সম্পদ লুটপাট করেছে, মানুষ গুম-খুন হয়েছে। আর নয়, আমাদের অধিকার আদায়ে পরিবর্তন আনতে হবে।’

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘৫৩ বছরে আমরা অনেক কিছু সহ্য করেছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউকে সংসদে যাওয়ার সিঁড়ি হতে দেবে না। ইসলামের শাসন এখন সময়ের দাবি।’

জনসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন যশোর জেলার সভাপতি আব্দুল আলিম মিয়া। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের নায়েবে আমির হাফেজ মাওলানা আব্দুল আউয়াল ও খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ শোয়াইব হোসেন।

সভা শেষে নেতারা ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি ঈদগা মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে মনিহার স্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে