হোম > সারা দেশ > যশোর

মনিরামপুরে সড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

প্রতীকী ছবি

যশোরের মনিরামপুরে সড়কের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার ভোরে উপজেলার চাঁদপুর এলাকায় খেদাপাড়া-মনিরামপুর সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, তাঁর কথা শুনে ধারণা করেন, তিনি মানসিক রোগী ছিলেন। তাঁর বাড়ি ভারতে হতে পারে।

চাঁদপুর বাঁশতলা মোড়ের চা-দোকানি মনিরুজ্জামান বলেন, এক থেকে দেড় মাস আগে এই ব্যক্তি এখানে আসেন। তিনি হিন্দি ভাষায় কথা বলতেন। স্থানীয় লোকজন খাবার দিলে দু-একবার খেয়ে লোকজনের দিকে সেই খাবার ছুড়ে মারতেন। প্রথম থেকে তিনি খোলা আকাশের নিচে রাস্তার পাশে শুয়ে-বসে থাকতেন।

তিনি আরও বলেন, বুধবার সকালে স্থানীয়রা মাঠে কাজে যাওয়ার সময় তাঁকে শুয়ে কাতরাতে দেখেছেন। এরপর সকালে দোকানে এসে দেখি তিনি মারা গেছেন।

তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশ নামে স্বেচ্ছাসেবী সংস্থার যশোর জেলা কমিটির সভাপতি আশরাফ ইয়াসিন বলেন, মঙ্গলবার রাতে স্থানীয়রা কল করে মানসিক প্রতিবন্ধী ব্যক্তিটির বিষয়ে আমাদের জানান। আমরা সকালে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করাতে চেয়েছিলাম। কিছু গরম কাপড় নিয়ে সকালে ঘটনাস্থলে এসে দেখি তিনি মারা গেছেন।

খেদাপাড়া ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান বলেন, ‘রাস্তার পাশে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।’

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে