হোম > সারা দেশ > যশোর

কেশবপুরে বন্ধুদের সঙ্গে পূজা দেখতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুরে বন্ধুদের সঙ্গে দুর্গাপূজা দেখতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নূর নবী (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ৮টার দিকে উপজেলার চুকনগর-কলাগাছি সড়কের সুফলাকাটি গ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত নূর নবী যশোর সদর উপজেলার কামালপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে। ওই মোটরসাইকেলের অপর আরোহী বিজয় কুমার পাল (২১) পাশের খালের পানিতে ছিটকে পড়ে আহত হন। তিনি যশোর সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামের কার্তিক চন্দ্র পালের ছেলে। 

এলাকাবাসী জানায়, ৩টি মোটরসাইকেলে ৬ বন্ধু যশোর থেকে কেশবপুর উপজেলায় দুর্গাপূজার মণ্ডপ দেখতে আসেন। উপজেলার ভেরচি এলাকা থেকে পূজামণ্ডপ দেখে রোববার সন্ধ্যায় তারা মোটরসাইকেলে করে মনিরামপুর উপজেলার মশিহাটি এলাকায় পূজা দেখতে রওনা হন। পথে চুকনগর-কলাগাছি সড়কের সুফলাকাটি গ্রামের সূর্যপুর এলাকায় নূর নবী যে মোটরসাইকেলটি চালাচ্ছিলেন, সেটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্রিজের সঙ্গে ধাক্কা দেয়। এ সময় সেতুর কার্নিশে মাথা জোরে আঘাত লাগলে নূর নবী ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেলের অপর আরোহী বিজয় কুমার পাল পাশের খালের পানিতে ছিটকে পড়ে সামান্য আঘাত পান। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুলিশ খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। 
 
কেশবপুর থানার ওসি মফিজুর রহমান বলেন, বন্ধুদের সঙ্গে পূজা দেখতে এসে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। কোনো অভিযোগ না থাকায় ওই যুবকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ না করতে ব্যাংকের চিঠি

তীব্র শীতে নাকাল জনজীবন

কর্মসূচি থেকে ফেরার পথে পিকআপের ধাক্কায় জামায়াত নেতা নিহত

যশোরে জোট নয়, বিএনপি থেকে প্রার্থীর দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ

ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষ: স্ট্রোক করা মিজানকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন স্ত্রী ও শ্যালক, মারা গেলেন সবাই

টানা দ্বিতীয় দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, ঠান্ডা বাতাসে দুর্বিষহ জীবন

যশোর বিএনপি : ৩ আসনে প্রার্থী বদল, মাঠে বঞ্চিত ১০ জন

যশোর-১ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন, ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটন

যবিপ্রবির প্রথম উপাচার্য রফিকুল ইসলাম মারা গেছেন

যশোরে ১৯ মামলার আসামি ‘ত্রাস সোহাগ’ গ্রেপ্তার