হোম > সারা দেশ > যশোর

যশোরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবদলের নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর জেলা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি ও যশোর নগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান ধোনিকে (৫২) প্রকাশ্যে ছুরি মেরে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে যশোর শহরের শংকরপুর আকবারের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

বদিউজ্জামান ধোনি যশোর শহরের বেজপাড়া চোপদারপাড়া এলাকার বাসিন্দা। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে বদিউজ্জামান নিজের বাড়ির সামনে দোকানে বসেছিলেন। এ সময় রিকশায় করে কয়েকজন সেখানে গিয়ে জামার কলার ধরে টেনেহিঁচড়ে অতর্কিত ধারালো ছুরি দিয়ে কয়েকটি আঘাত করে বদিউজ্জামানকে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে দুপুর ১২টা ১০ মিনিটে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির বলেন, ‘দুর্বৃত্তদের ছুরির আঘাতে যুবদলের নেতা বদিউজ্জামানের মৃত্যু হয়েছে। কারা কী কারণে তাঁকে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। দুর্বৃত্তদের শনাক্তে পুলিশের কয়েকটি দল মাঠে রয়েছে।’

যশোর জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, ‘প্রকাশ্যে একজন রাজনৈতিক নেতাকে হত্যা করা আইনশৃঙ্খলা অবনতির শামিল। আইনশৃঙ্খলা ঠিক রাখার বিষয়ে পুলিশের আরও কঠোর ভূমিকা রাখা উচিত। একই সঙ্গে খুনিদের অবিলম্বে আটক করে শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’ 

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে

ইজিবাইকে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে

রানা প্রতাপকে বরফকল থেকে ডেকে নিয়ে মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা তিন সন্ত্রাসী

যশোরে জুলাই যোদ্ধা ছুরিকাহত, এলাকায় আতঙ্ক

কাবিখার ১৮ প্রকল্প: সহায়কের হাতে প্রকল্পের চাবি

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

যশোরে দুটি আসনে বিএনপির প্রার্থীসহ পাঁচজনের মনোনয়নপত্র বাতিল

খালেদা জিয়ার জানাজায় অসুস্থ হয়ে পড়া যুবকের মৃত্যু