হোম > সারা দেশ > যশোর

শার্শায় স্ত্রীর ধাক্কায় পেটে গ্লাস ঢুকে স্বামীর মৃত্যু

বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোরের শার্শায় স্ত্রীর ধাক্কায় ঘরে থাকা আলমারির গ্লাস বুকে ঢুকে স্বামী শাহিন হোসেনের (২৫) মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্ত্রী খাদিজা খাতুনকে (২০) আটক করেছে পুলিশ।

আজ বুধবার বিকেলে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সোনাতনকাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহিন সোনাতনকাটি গ্রামের জিয়াদ আলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, শাহিন ছিলেন একজন মাদকসেবী। মাদকসেবন করে প্রায়ই স্ত্রী খাদিজা খাতুনকে মারধর করতেন। বুধবারও এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রী খাদিজাকে মারধর করতে থাকেন শাহিন। এ সময় মারধর থেকে বাঁচাতে শাহিনকে ধাক্কা দেন খাদিজা। এতে ঘরে থাকা আলমারির ওপরে গিয়ে পড়েন শাহিন। পরে আলমারিতে থাকা গ্লাস ভেঙে বুকে ঢুকে যায়। পরে তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

এ বিষয়ে যশোরের নাভরন সার্কেল এএসপি জুয়েল ইমরান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির স্ত্রী খাদিজাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড