হোম > সারা দেশ > যশোর

যশোরে ৩৩ মামলার আসামি ছদ্মবেশে থাকা কাজী তারেক গ্রেপ্তার

­যশোর প্রতিনিধি

গ্রেপ্তার কাজী তারেক। ছবি: আজকের পত্রিকা

হত্যা, অস্ত্র, মাদক, চোরাচালান, বিস্ফোরকসহ ৩৩ মামলার আসামি কাজী তারেককে গ্রেপ্তার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় যশোর সরকারি এম এম কলেজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

দীর্ঘদিন ধরে তিনি দেশের বিভিন্ন প্রান্তে ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন। আজ দুপুরে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী প্রেস কনফারেন্সে এ তথ্য জানান।

গ্রেপ্তার কাজী তারেক ওরফে তরিকুল ইসলাম শংকরপুর পশু হাসপাতালের পেছনের এলাকার মৃত পিয়ারু কাজীর ছেলে।

পুলিশের তথ্যমতে, তারেক দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চিহ্নিত হেরোইন কারবারি। তাঁর বিরুদ্ধে ১৯টি মাদক মামলা, ছয়টি চোরাচালান, দুটি বিস্ফোরক, একটি খুন, একটি অস্ত্র, চারটি অন্য মামলাসহ মোট ৩৩টি মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে রয়েছে আদালতের ১৫টি গ্রেপ্তারি পরোয়ানা।

দুপুরে সংবাদ সম্মেলনে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী বলেন, ‘দীর্ঘদিন ধরে ছদ্মবেশে পলাতক ছিলেন তারেক। দেড় মাস ধরে ছদ্মবেশে পুলিশ তাঁকে ধরতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে। সর্বশেষ সরকারি এম এম কলেজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।’

পুলিশ বলছে, তারেক চলতি বছরের জানুয়ারিতে ভাইপো রাকিবকে গুলি করে হত্যাচেষ্টার মামলারও অভিযুক্ত। ওই ঘটনায় কোতোয়ালি থানায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তবে পুলিশের দাবি, রাকিব হত্যাচেষ্টার ঘটনাটি ছিল তারেকের বহুমাত্রিক অপরাধজগতের কেবল একটি অংশ। এদিকে এদিন বিকেলে তারেককে আদালতে পাঠালে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষ: স্ট্রোক করা মিজানকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন স্ত্রী ও শ্যালক, মারা গেলেন সবাই

টানা দ্বিতীয় দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, ঠান্ডা বাতাসে দুর্বিষহ জীবন

যশোর বিএনপি : ৩ আসনে প্রার্থী বদল, মাঠে বঞ্চিত ১০ জন

যশোর-১ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন, ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটন

যবিপ্রবির প্রথম উপাচার্য রফিকুল ইসলাম মারা গেছেন

যশোরে ১৯ মামলার আসামি ‘ত্রাস সোহাগ’ গ্রেপ্তার

৪ কোটি টাকা চাঁদাবাজির মামলায় বিএনপি নেতার বিরুদ্ধে চার্জশিট

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় যশোর সীমান্তে কড়া নজরদারি

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চার দম্পতি ও ১ বৃদ্ধা আটক

যশোরের শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাক’ মিলন ঢাকায় গ্রেপ্তার