হোম > সারা দেশ > যশোর

ঝিকরগাছায় ভরা মৌসুমেও কমছে না সবজির দাম

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

ভরা মৌসুমেও শাক-সবজির দাম কমছে না। নতুন ওঠার পরও পেঁয়াজ, রসুনসহ সব ধরনের সবজির দাম আকাশচুম্বী। তিন-চার দিনের ব্যবধানে সব ধরনের সবজির দাম বেড়েছে কেজিপ্রতি ১০ থেকে ৪০ টাকা। ফলে বাধ্য হয়েই বাড়তি সবজি কিনতে হচ্ছে ক্রেতাদের।

আজ শুক্রবার যশোরের ঝিকরগাছা বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে। বাজারে শীতের সবজির সরবরাহ থাকলেও দাম বরং বেড়েছে। বাজারে বেগুন ৮০, ব্রোকলি ১০০, ফুলকপি ৭০, বাঁধাকপি ৩০, টমেটো ৮০, চিনা কচু (মেটে কচু) ১২০, মেটে আলু ১০০, পেঁয়াজের কলি ৬০, শিম ৭০, মানকচু ৬০, নতুন আলু ৭০, পুরোনো আলু ৬০, কাঁচা মরিচ ৮০, শসা ৮০, মিষ্টি কুমড়া ৪০, গাজর ৮০, নতুন পেঁয়াজ ১১০, পুরোনো পেঁয়াজ ১২০, রসুন বিক্রি হচ্ছে আড়াই শ থেকে ২৮০ টাকা কেজি। লাল-সবুজসহ সব ধরনের শাকের আঁটির দাম বেড়ে বিক্রি হচ্ছে ১৫-২০ টাকায়।
 
চার দিনের ব্যবধানে পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০ টাকা বেশি দামে। দেশি নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ টাকায়। অথচ চার দিন আগেও দাম ছিল ৯০ টাকা। ১০০ টাকার ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকায়।

বাজারে কথা হয় সিরাজুল ইসলাম নামের এক ক্রেতার সঙ্গে। তিনি বলেন, ‘বাজারে শীতের সবজির সরবরাহ বাড়লেও দাম কমেনি। চার দিন আগে যে বেগুন ৪০ টাকায় কিনেছি, তা আজ ৮০ টাকায় কিনলাম।’

বাজারের কাপুড়িয়া পট্টির মুখের সবজি বিক্রেতা রবিউল ইসলাম বলেন, ‘আমরা যেমন কিনি, তেমন বিক্রি করি। বেগুন বিক্রি করছি ৮০ টাকা করে। চিনা কচু (মেটে কচু) ১২০ টাকা কেজি। আড়ত থেকে কিনে জায়গা ভাড়াসহ নানা খরচ রয়েছে। ফলে এমন বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।’

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

যশোরে দুটি আসনে বিএনপির প্রার্থীসহ পাঁচজনের মনোনয়নপত্র বাতিল

খালেদা জিয়ার জানাজায় অসুস্থ হয়ে পড়া যুবকের মৃত্যু

যশোরে তীব্র শীতে কাবু জনজীবন

যশোর রেজিস্ট্রি অফিসে আগুন, পুড়েছে ২০০ বছরের দলিল-দস্তাবেজ

‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ না করতে ব্যাংকের চিঠি

তীব্র শীতে নাকাল জনজীবন

কর্মসূচি থেকে ফেরার পথে পিকআপের ধাক্কায় জামায়াত নেতা নিহত

যশোরে জোট নয়, বিএনপি থেকে প্রার্থীর দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ

ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষ: স্ট্রোক করা মিজানকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন স্ত্রী ও শ্যালক, মারা গেলেন সবাই