হোম > সারা দেশ > যশোর

বেনাপোলে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ২

বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোরের বেনাপোল সীমান্ত থেকে একটি ওয়ান শুটারগান, ২ রাউন্ড গুলিসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে বেনাপোল সীমান্তের নারানপুর নতুনপাড়া থেকে অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়। 

জানা যায়, গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে আব্দুর রউফের বিরুদ্ধে এর আগে ৯টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন বেনাপোল পোর্ট থানাধীন রঘুনাথপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে আব্দুল রউফ হোসেন (৪০) ও বেনাপোল বন্দর থানার মানকিয়া হাটখোলা গ্রামের মৃত ইসলাম শেখের ছেলে আব্দুল রহিম (৩৫। 

এ বিষয়ে যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান, তাঁদের কাছে গোপন খবর আসে, সীমান্তে নাশকতা সৃষ্টির জন্য সন্ত্রাসীরা পরিকল্পনা করছে। পরে অভিযান চালিয়ে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। আসামিদের মধ্যে আব্দুর রউফের বিরুদ্ধে এ আগে ৯টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে। 

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড