হোম > সারা দেশ > যশোর

মধ্যরাতে উদ্ধার হলো বৃদ্ধার ঝুলন্ত লাশ

গতকাল বৃহস্পতিবার রাতে ভাই পরিতোষ রায়ের বারান্দায় শুয়ে ছিলেন নীলা রায় (৭৩)। মধ্যরাতে তাঁকে দেখতে না নেয়ে বাড়ির লোকজন তাঁকে খুঁজতে শুরু করেন। এরপর তাঁকে পুকুর পাড়ের আম গাছে গলায় দড়ি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনেরা। পরে স্বজনরা লাশ নামিয়ে পুলিশে খবর দেন। আজ শুক্রবার দুপুরে যশোরের মনিরামপুরের হরিদাসকাটি ইউনিয়নের নেবুগাতী গ্রাম থেকে পুলিশ বৃদ্ধার লাশ উদ্ধার করে মর্গে পাঠান। নিঃসন্তান নীলা রায় গলায় রশি জড়িয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি স্বজনদের। 

স্থানীয় সূত্রে জানা যায়, তরুণী বয়সে যশোর সদর উপজেলার রূপদিয়া গ্রামের নীরাপদ রায়ের সঙ্গে বিয়ে হয় তাঁর। বিয়ের এক বছর ঘুরতেই নিরাপদ রায় বিষপানে আত্মহত্যা করেন। এরপর মনিরামপুরের নেবুগাতী গ্রামে বাবার বাড়িতে চলে আসেন নীলা। এর পর থেকে ভাই পরিতোষের আশ্রয়ে থাকতেন তিনি। 

হরিদাসকাটি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রণব কুমার বিশ্বাস বলেন, বৃদ্ধা শ্রবণ প্রতিবন্ধী ছিলেন। দীর্ঘদিন তিনি পেটের পীড়ায় ভুগছিলেন। ভাই পরিতোষ রায়ের বারান্দায় থাকতেন তিনি। বৃহস্পতিবার দুপুরে বাড়ির লোকজনের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়। এতে অভিমান করে তিনি আত্মহত্যা করতে পারেন। 

মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) ওয়াহিদুজ্জামান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। বৃদ্ধার আত্মহত্যার কারণ জানা যায়নি। 

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড