হোম > সারা দেশ > যশোর

দেড় মাস পর প্রকাশ্যে এলেন বিএনপি নেতা অমিত

যশোর প্রতিনিধি

প্রায় দেড় মাস পর প্রকাশ্যে এলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। আজ শনিবার সন্ধ্যা শহরের প্রাণকেন্দ্র বড় বাজারে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে তিন দিনব্যাপী লিফলেট বিতরণ করেন। 

নেতা–কর্মী জানান, অনেক দিন অমিত আত্মগোপনে থাকার পরে প্রকাশ্য এলেও এদিন জেলা বিএনপিসহ সহযোগী সংগঠনগুলোর কোনো শীর্ষ নেতার কাউকে দেখা যায়নি। অমিত আকস্মিক উপস্থিত হয়ে বিভিন্ন স্তরের নেতা–কর্মী সঙ্গে নিয়ে প্রায় আধা ঘণ্টা লিফলেট বিতরণ করেন। 

চলমান হরতাল অবরোধে যশোর কোতোয়ালি মডেল থানায় অমিতের নামে ককটেল বিস্ফোরণ ও নাশকতার চারটি মামলা হয়। এসব মামলায় তিনি এখনো পুলিশের খাতায় পলাতক রয়েছেন। এদিকে, জেলা বিএনপির এই আকস্মিক কর্মসূচি শেষে শহরের বড় বাজারে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য গেছে। 

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির ডাকে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে তিন দিনব্যাপী লিফলেট বিতরণের শেষ দিন ছিল আজ শনিবার। এদিন সন্ধ্যায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে শহরের বড় বাজারে লিফলেট বিতরণ করেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। হঠাৎ আত্মগোপন থেকে বিএনপির কয়েক নেতা-কর্মীদের নিয়ে তিনি লিফলেট বিতরণ করেন। অমিত যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বর, সদর হাসপাতাল মোড়সহ শহরের বিভিন্ন সড়কে পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট বিতরণ করেন। প্রায় আধা ঘণ্টার এই কর্মসূচি শেষ করে অমিত আবারও আত্মগোপনে চলে যান বলে দলীয় নেতা–কর্মীরা জানান। 

দলীয় নেতা–কর্মীরা জানান, অনিন্দ্য ইসলাম অমিতের নামে যশোর ঢাকা ও নড়াইলে অন্তত ৬৪টি মামলা রয়েছে। এর মধ্যে চলমান হরতাল অবরোধে চারটি মামলা হয়েছে যশোরে। পুলিশের করা এসব মামলায় ককটেল বিস্ফোরণ ও নাশকতার আসামি তিনি। চলমান হরতাল অবরোধের প্রথম চার দিনের কর্মসূচিতে অংশ নিলেও তিনি হঠাৎ করেই নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে আত্মগোপনে চলে যান। এ সময় অমিতের সঙ্গে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের শীর্ষ নেতা–কর্মীরা আত্মগোপনে চলে যান। 

পুলিশের তথ্য মতে, চলমান হরতাল অবরোধে যশোরে ৩০টি মামলায় আসামি করা হয়েছে সহস্রাধিক নেতা-কর্মীকে। এ ছাড়া গ্রেপ্তার আতঙ্কে এখনো ঘরছাড়া দুই সহস্রাধিক নেতা–কর্মী। 

এই বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপির কর্মসূচি সম্পর্কে প্রথমে জানা ছিল না। হঠাৎ তারা প্রোগ্রাম করেছে। প্রোগ্রামের পরে আমরা জানতে পেরেছি। যশোর কোতোয়ালি থানাতে চারটি নাশকতার মামলায় অমিত বর্তমানে পলাতক রয়েছেন।’ 

এ বিষয়ে জানতে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত মোবাইল ফোনে কল করা হলে বন্ধ পাওয়া যায়। এ ছাড়া জেলার শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করেও তাঁদের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

যশোরে দুটি আসনে বিএনপির প্রার্থীসহ পাঁচজনের মনোনয়নপত্র বাতিল

খালেদা জিয়ার জানাজায় অসুস্থ হয়ে পড়া যুবকের মৃত্যু

যশোরে তীব্র শীতে কাবু জনজীবন

যশোর রেজিস্ট্রি অফিসে আগুন, পুড়েছে ২০০ বছরের দলিল-দস্তাবেজ

‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ না করতে ব্যাংকের চিঠি

তীব্র শীতে নাকাল জনজীবন

কর্মসূচি থেকে ফেরার পথে পিকআপের ধাক্কায় জামায়াত নেতা নিহত

যশোরে জোট নয়, বিএনপি থেকে প্রার্থীর দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ

ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষ: স্ট্রোক করা মিজানকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন স্ত্রী ও শ্যালক, মারা গেলেন সবাই

টানা দ্বিতীয় দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, ঠান্ডা বাতাসে দুর্বিষহ জীবন