হোম > সারা দেশ > যশোর

চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল বৃদ্ধার

চৌগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের চৌগাছায় চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় বানু বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকচালক নয়ন হোসেনকে (২৫) আটক করেছে পুলিশ। 

আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার নারায়ণপুর বাজারে নারায়ণপুর কপোতাক্ষ ব্রিজ সড়কে এ ঘটনা ঘটে। 

নিহত বানু উপজেলার নায়ারণপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আবু শামার স্ত্রী। 

নিহতের স্বামী আবু শামা বলেন, ‘বানু আজ সকালে উপস্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার দেখিয়ে নারায়ণপুর কপোতাক্ষ ব্রিজ সড়কে ওঠে। এ সময় বাজার থেকে একটি ট্রাক পেছনের দিকে (ব্যাক গিয়ার) গাড়ি নিলে চাকার নিচে পিষ্ট হয়।’ 

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ এসে উত্তেজিত জনতাকে থামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 

প্রত্যক্ষদর্শীরা নারায়ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন বলেন, ট্রাকটিতে লুকিং গ্লাস ছিল না। এমনকি চালকের কোনো সহকারী ছিল না। চালক একাই দ্রুতগতিতে পেছন দিকে যাওয়ার পথে ওই বৃদ্ধাকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

ট্রাকটির চালক নয়ন হোসেন বলেন, সড়ক নির্মাণকাজে নারায়ণপুরের কপোতাক্ষ ব্রিজের ওপরে ঠিকাদারি প্রতিষ্ঠানের বেঁচে যাওয়া ইটের খোয়া উপজেলার ভারত সীমান্তবর্তী কুলিয়া গ্রামে বহন করছে। ব্রিজের ওপরে ট্রাক ঘোরানোর জায়গা না থাকায় বাজারের তিন রাস্তার মোড় থেকে ঘুরিয়ে পেছন দিকে গিয়ে ট্রাক লোড দিতে হচ্ছে। 

সহকারী না থাকার বিষয়ে তিনি বলেন, ‘আমি ডান পাশ দেখে অল্প গতিতেই যাচ্ছিলাম। তবে ওই বৃদ্ধা বাম দিক দিয়ে হঠাৎ গাড়ির পেছনে ধাক্কা খেয়ে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।’ 

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। ট্রাক ও চালককে হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে

ইজিবাইকে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে

রানা প্রতাপকে বরফকল থেকে ডেকে নিয়ে মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা তিন সন্ত্রাসী

যশোরে জুলাই যোদ্ধা ছুরিকাহত, এলাকায় আতঙ্ক

কাবিখার ১৮ প্রকল্প: সহায়কের হাতে প্রকল্পের চাবি

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

যশোরে দুটি আসনে বিএনপির প্রার্থীসহ পাঁচজনের মনোনয়নপত্র বাতিল