হোম > সারা দেশ > যশোর

টয়লেটের নোংরা পানি ঢুকছে হাসপাতালের ওয়ার্ডে

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ও শিশু ওয়ার্ড রোগীদের অবস্থানের অনুপযোগী হয়ে উঠেছে। টয়লেটে ব্যবহৃত নোংরা পানি উপচে ওয়ার্ডে প্রবেশ করছে। এ অবস্থায় রোগী ও তাদের স্বজনদের থাকতে হচ্ছে ওয়ার্ডে। দীর্ঘদিন রোগীরা এমন দুর্ভোগ পোহালেও সমস্যা সমাধানে কোনো ভূমিকা নিচ্ছেন না হাসপাতাল কর্তৃপক্ষ। এমনটি অভিযোগ ওয়ার্ডে ভর্তি রোগী ও তাদের স্বজনদের। আজ বুধবার বিকেলে সরেজমিন হাসপাতালে গেলে রোগীদের অভিযোগের সত্যতা মেলে। 

মনিরামপুর হাসপাতালের পুরুষ ওয়ার্ডে ভর্তি রোগী তপু হাজরার মা মিনু হাজরা বলেন, পাঁচ দিন ধরে ছেলেকে নিয়ে হাসপাতালে আছি। এখানে আসার পর থেকে দেখছি বাথরুমের পানি বাইরে ওয়ার্ডে চলে আসছে। 

একই ওয়ার্ডের রোগী আবুল কাশেম বলেন, তিন দিন আগে হাসপাতালে আইছি। তখন থেকে দেখছি বাথরুমের পানি নিচের দিকে যাচ্ছে না। সব পানি বাইরে ওয়ার্ডে চলে আসছে। কেউ পরিষ্কার করছে না। 

রোগীদের অভিযোগ, পুরুষ ওয়ার্ডে দুটো টয়লেটের মধ্যে একটি ব্যবহার করা যাচ্ছে। বাকিটা নষ্ট। গোসলের পানিও পাইপ দিয়ে নিচে যাচ্ছে না। 

এ ওয়ার্ডে দায়িত্বরত আয়া অলোকা রানী বলেন, বাথরুম আর টয়লেটের পানি পাইপ দিয়ে নিচে নামে না। আগেও এমন হচ্ছিল। আমরা ঠিক করেছি। এখন ৫-৬ দিন ধরে আবার একই সমস্যা। 

হাসপাতালে শিশু ওয়ার্ডে দায়িত্বরত আয়া আনোয়ারা বেগম বলেন, দুটো টয়লেটের মধ্যে একটার পানি ও ময়লা পাইপ দিয়ে নিচে নামে না। সব বাইরে বের হয়ে আসছে। বহুদিন ধরে এ সমস্যা। ময়লার জন্য রোগীরা টয়লেট ও গোসলখানায় যেতে পারেন না। 

হাসপাতালের পুরুষ ওয়ার্ডে দায়িত্বরত সেবিকা ঝর্ণা খাতুন বলেন, রোগীর স্বজনদের কাছে জানতে পেরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। 

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অনুপ কুমার বসু বলেন, একজন নার্স ফোনে আমাকে বিষয়টি জানিয়েছেন। আমাদের নিজস্ব পরিচ্ছন্ন কর্মী (সুইপার) নেই। পৌরসভার লোক এনে টয়লেট পরিষ্কার করাতে হবে। 

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড