হোম > সারা দেশ > যশোর

যশোরে ইজিবাইক ও বাসের সংঘর্ষে নারী নিহত, আহত ২

যশোর প্রতিনিধি

যশোরে ইজিবাইক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে হাফেজা বেগম (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার এড়েন্দা বাজারে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত হাফেজা জেলার ঝিকরগাছা উপজেলার কায়েমখোলা গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী। আহতরা হলেন নিহতের স্বামী ও ইজিবাইকের চালক নাসির হোসেন। তাঁদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা ইজিবাইকের যাত্রী ছিলেন।

দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম। তিনি বলেন, মরদেহ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসটি পুলিশ হেফাজতে নিয়েছে। সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। 

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, আজ হাফেজা ও তাঁর স্বামী ইজিবাইকে করে কায়েমখোলা থেকে যশোর শহরে যাচ্ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে এড়েন্দা বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ইজিবাইক উল্টে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে গিয়ে ধাক্কা লাগে। 

স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকেরা হাফেজাকে মৃত ঘোষণা করেন। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকেরা।

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে