হোম > সারা দেশ > যশোর

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সচিবকে অপসারণের দাবিতে স্মারকলিপি প্রদান 

যশোর প্রতিনিধি

চেক জালিয়াতির মাধ্যমে টাকা আত্মসাতের ঘটনায় অভিযুক্ত যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সচিবকে অপসারণের দাবিতে স্মারকলিপি দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। আজ রোববার দুপুর ১২টার দিকে যশোরের জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় বরাবর স্মারকলিপিটি পাঠানো হয়। 

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, যশোর শিক্ষা বোর্ডের ৩৬টি চেক জালিয়াতির মাধ্যমে ৭ কোটি টাকা আত্মসাৎ করা হয়। সম্প্রতি শিক্ষা বোর্ডের তদন্ত কমিটি বোর্ডের চেয়ারম্যান মোল্লা আমির হোসেন, সচিব আলী আর রেজাসহ দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় দুদকও একটি মামলা দায়ের করেছে। কিন্তু বোর্ডের গঠিত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে অভিযুক্ত চেয়ারম্যান আর সচিবের কাছেই। এতে পদে থেকে বোর্ডের চেয়ারম্যান ও সচিব মিলে মামলা এবং তদন্তকাজ প্রভাবিত করার চেষ্টা করছেন। এমনকি তাঁরা অডিট ও হিসাব শাখাও দীর্ঘদিন ধরে বন্ধ রেখেছেন। 

স্মারকলিপিতে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বোর্ডের চেয়ারম্যান ও সচিবকে সাময়িক বরখাস্ত, চলতি মাসের মধ্যেই দুদকের তদন্ত কর্মকর্তা নিয়োগ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। 

স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন গণতান্ত্রিক বাম জোটের সমন্বয়ক তসলিমুর রহমান, সিপিবির সভাপতি আবুল হোসেন, ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) কেন্দ্রীয় সদস্য ইসয়ারুল হক, ইউনাইটেড কমিউনিস্ট লীগের কামাল হোসেন পলাশ, বাসদের শাহজাহান আলী ও বাসদের (মার্কসবাদী) সমন্বয়ক হাসিনুর রহমান প্রমুখ। 

যশোরে ছাত্রদলের ম্যারাথনে দৌড়ালেন পাঁচ শতাধিক নবীন-প্রবীণ

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর