হোম > সারা দেশ > যশোর

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

যশোর প্রতিনিধি

যশোরের ঝিকরগাছায় স্বামীর মারধরের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় রিক্তা খাতুন (১৮) নামে এক গৃহবধূ মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বেলা ৩টার দিকে যশোর জেনারেল হাসপাতালে মারা যান তিনি। 

মৃত গৃহবধূ যশোরের শার্শা উপজেলার বালুন্ডা গ্রামের শফিকুল ইসলামের মেয়ে এবং ঝিকরগাছার বৃষ্টিপুর গ্রামের রফিকুল ইসলাম রাজার ছেলে আকাশ খানের স্ত্রী। 

গৃহবধূর মা রোকেয়া খাতুন অভিযোগ করে বলেন, ‘আমার মেয়েজামাই আকাশ মালয়েশিয়ায় ছিল। ১০ দিন আগে বাড়িতে এসেছে। গতকাল সকালে আমার মেয়ে তার শ্বশুরবাড়িতে তরকারি কাটছিল। হঠাৎ করেই জামাই এসে বঁটি দিয়ে রিক্তার মাথায় কয়েকটি আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁকড়া প্রাইভেট ক্লিনিকে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে আমার মেয়ে মারা যায়। আমি আমার মেয়ের হত্যাকারীদের বিচার চাই।’ 

এ বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, ‘পারিবারিক কলহের জেরে স্বামীর বঁটির আঘাতে গৃহবধূ হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।’ 

ওসি আরও বলেন, মৃতের পরিবার থেকে কোনো অভিযোগ না দিলেও অভিযুক্তদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন। 

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে