হোম > সারা দেশ > যশোর

বেনাপোল বন্দর দিয়ে বেড়েছে খাদ্যদ্রব্যের আমদানি 

বেনাপোল (যশোর) প্রতিনিধি

দেশে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের ঘাটতি মেটানোসহ রমজানে সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানিকারকদের সহযোগিতা বাড়াতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় যশোরের বেনাপোল বন্দর দিয়ে বেড়েছে খাদ্যদ্রব্য আমদানি। 

জানা যায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্বজুড়ে চলছে মন্দা। দেশেও পড়েছে এর বিরূপ প্রভাব। তবে এ মন্দার মধ্যে যাতে দেশ খাদ্যঘাটতির কবলে না পড়ে এবং রোজার মধ্যে যাতে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকে, সে জন্য আমদানিকারকদের সহযোগিতায় বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে সরকার। 

এতে ব্যাংক এলসির সুবিধা বাড়ানোয় আমদানির পরিমাণ বেড়েছে। অন্যান্য সময় খাদ্যদ্রব্য আমদানির পরিমাণ দিনে ৫০ ট্রাক হলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১০০ ট্রাকের কাছাকাছি। ভারত থেকে আমদানি করা খাদ্যদ্রবের মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, গম, ভুট্টা, পেঁয়াজ, রসুন, জিরা, আদা, আপেল, টমেটো, আঙুর, কমলা ও ডালিম। এতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যের বাজার স্থিতিশীল রয়েছে। 

ক্রেতা আজিম জানান, খাদ্যদ্রবের আমদানি বাড়লেও বাজারে দাম কমছে না। এ ক্ষেত্রে সরকারের বাজার তদারকি বাড়াতে হবে। 

বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, খাদ্যদ্রব্য আমদানিতে ব্যাংকের সহযোগিতা মিলছে। এতে বর্তমানে আমদানির পরিমাণ বেড়েছে। 

সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপক জাকির হোসেন বলেন, খাদ্যদ্রব্য আমদানিতে সহযোগিতার নির্দেশ দিয়েছে সরকার। এতে এলসিতে সর্বোচ্চ সুবিধা দেওয়া হচ্ছে। 

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল বলেন, গতকাল বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৬৮ ট্রাক বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য আমদানি হয়েছে। আমদানি করা খাদ্যদ্রব্য যাতে বন্দর থেকে দ্রুত ছাড় হয়, সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। 

বেনাপোল উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপপরিচালক সুব্রত কুমার চক্রবর্তী জানান, আমদানি করা খাদ্যদ্রব্য রোগজীবাণুমুক্ত কি না, তা পরীক্ষা করে বন্দর থেকে ছাড়পত্র দেওয়া হচ্ছে। 

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে

ইজিবাইকে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে

রানা প্রতাপকে বরফকল থেকে ডেকে নিয়ে মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা তিন সন্ত্রাসী

যশোরে জুলাই যোদ্ধা ছুরিকাহত, এলাকায় আতঙ্ক

কাবিখার ১৮ প্রকল্প: সহায়কের হাতে প্রকল্পের চাবি