হোম > সারা দেশ > যশোর

মনিরামপুরে ট্রাক চাপায় ব্যবসায়ীর মৃত্যু

যশোরের মনিরামপুরে ট্রাকের নিচে চাপা পড়ে তন্ময় ইসলাম তপু নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে মনিরামপুর-রাজগঞ্জ সড়কের চন্ডিপুর আমতলা এলাকায় ঘটনাটি ঘটে। 

নিহত তপু জেলার চৌগাছা উপজেলার মিসিলা (লক্ষ্মীপুর) গ্রামের কামাল হোসেনের ছেলে। পেশায় তিনি একজন মোটরসাইকেল ব্যবসায়ী ছিলেন। 

নিহতের স্বজনেরা জানান, রোববার সকালে এক কর্মচারীকে সঙ্গে নিয়ে মনিরামপুরে মোটরসাইকেল কিনতে আসেন তপু। মোটরসাইকেল কিনে রাজগঞ্জ হয়ে তিনি চৌগাছার বাড়ির উদ্দেশে রওনা দেন। তাঁরা চন্ডিপুর আমতলায় পৌঁছালে বিপরীতগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। এতে ট্রাকের নিচে চাপা পড়েন তপু। পরে তাঁকে উদ্ধার করে মনিরামপুর হাসপাতাল হয়ে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তপুকে মৃত ঘোষণা করেন। 

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. তন্ময় বিশ্বাস বলেন, ‘আমাদের হাসপাতালে আনার পর তপুর অবস্থা সংকটাপন্ন ছিল। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে যশোর সদর হাসপাতালে পাঠাই।’ 

এ বিষয়ে মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকের নিচে পড়ে ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা আছে।

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড