হোম > সারা দেশ > যশোর

ভাঙচুরের মামলায় যশোর জেলা আ.লীগের সহসভাপতি কারাগারে

­যশোর প্রতিনিধি

ভাঙচুরের মামলায় যশোর জেলা আ. লীগের সহসভাপতি কারাগারে। ছবি: আজকের পত্রিকা

যশোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল খালেককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বুধবার কোতোয়ালি থানা–পুলিশ তাকে আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গতকাল মঙ্গলবার শহরের এম এম আলী রোডের নিজ বাড়ির সামনে থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর–অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

যশোর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট যশোরে বিএনপির কার্যালয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় কার্যালয়ের বিভিন্ন মালামাল লুট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে ৭ সেপ্টেম্বর আওয়ামী লীগের ৬৩ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন বিএনপির নেতা অ্যাড. এম এ গফুর।

কোতোয়ালি থানার উপপরিদর্শক ও তদন্তকারী কর্মকর্তা তারেক মোহাম্মদ নাহিয়ান বলেন, ‘যশোর জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মামলার আসামি হিসেবে আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল খালেককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন।’

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড