হোম > সারা দেশ > যশোর

ভাঙচুরের মামলায় যশোর জেলা আ.লীগের সহসভাপতি কারাগারে

­যশোর প্রতিনিধি

ভাঙচুরের মামলায় যশোর জেলা আ. লীগের সহসভাপতি কারাগারে। ছবি: আজকের পত্রিকা

যশোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল খালেককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বুধবার কোতোয়ালি থানা–পুলিশ তাকে আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গতকাল মঙ্গলবার শহরের এম এম আলী রোডের নিজ বাড়ির সামনে থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর–অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

যশোর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট যশোরে বিএনপির কার্যালয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় কার্যালয়ের বিভিন্ন মালামাল লুট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে ৭ সেপ্টেম্বর আওয়ামী লীগের ৬৩ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন বিএনপির নেতা অ্যাড. এম এ গফুর।

কোতোয়ালি থানার উপপরিদর্শক ও তদন্তকারী কর্মকর্তা তারেক মোহাম্মদ নাহিয়ান বলেন, ‘যশোর জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মামলার আসামি হিসেবে আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল খালেককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন।’

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চার দম্পতি ও ১ বৃদ্ধা আটক

যশোরের শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাক’ মিলন ঢাকায় গ্রেপ্তার

ওসমান হাদির মাগফিরাত কামনায় যশোরে দোয়া

যশোরে নিখোঁজ পুলিশ সদস্যের লাশ ২২ দিন পর পঞ্চগড়ে উদ্ধার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির মৃত্যুতে যবিপ্রবিতে বিক্ষোভ

যশোরে আচরণবিধি লঙ্ঘন করে নেতা-কর্মীদের শোডাউন, বিএনপি প্রার্থীকে শোকজ

বেনাপোলে ভারতীয় ট্রাকে কোটি টাকার অবৈধ পণ্য

দুদকের জালে এমপি মন্ত্রী আমলা

জুলাই গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঘটিয়েছি রাজাকারের আস্ফালন দেখার জন্য নয়: মেঘমল্লার বসু

যশোরে বাবার সামনেই ছুরিকাঘাতে ছেলেকে হত্যা