হোম > সারা দেশ > যশোর

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীর মুখে বখাটের ব্লেডের পোঁচ

যশোর ও অভয়নগর প্রতিনিধি

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় যশোরের অভয়নগরে এক স্কুলছাত্রীর মুখে ধারালো ব্লেডের পোঁচ দেওয়ার অভিযোগ উঠেছে এক বখাটে যুবকের বিরুদ্ধে। আজ বুধবার (১ মার্চ) বিকেলে উপজেলার নূরবাগ স্বাধীনতা চত্বর সংলগ্ন গরুহাটা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত স্কুলছাত্রী স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণিতে পড়ে। তার ডান কানের পাশে মুখমণ্ডলে ব্লেড দিয়ে ক্ষত করা হয়েছে। হামলাকারী যুবকের নাম রোহান (২১)। উপজেলার বুইকরা গ্রামের ড্রাইভারপাড়া এলাকার হায়দারের ছেলে। ঘটনার পর থেকে পলাতক ওই যুবক।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত স্কুলছাত্রী জানায়, বুধবার স্কুল ছুটির পর পায়ে হেঁটে বাড়ি ফিরছিল সে। গরুহাটা এলাকায় পৌঁছালে রোহান নামে এক যুবক তাকে দাঁড়াতে বলে এবং প্রেমের প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় রোহান তার মাথার চুল ধরে কানের পাশে মুখমণ্ডলে ব্লেড দিয়ে ক্ষত করে পালিয়ে যান। পরে এলাকাবাসী উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে যায়।

এদিকে হামলাকারী রোহানকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে আহত স্কুলছাত্রীর পরিবার। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেল আনুমানিক ৪টার দিকে স্কুলের ড্রেস পরা এক ছাত্রীর মুখে ব্লেড দিয়ে ক্ষত করে এক যুবককে দৌড়ে পালিয়ে যেতে দেখেন। পরে রক্তাক্ত অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। 

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান বলেন, ‘খবর পেয়ে বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। রোহান নামে অভিযুক্ত যুবককে আটকের অভিযান অব্যাহত রয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে