মনিরামপুরে শেওলা বিক্রি নিয়ে কথা-কাটাকাটির জেরে বিকাশ বিশ্বাস (২৭) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাতে উপজেলার হরিহরনগর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বিকাশ ওই এলাকার দেবেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে। তিনি পেশায় চা-বিক্রেতা ছিলেন।
হরিহরনগর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোসলেম আলী গাজী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, তেঁতুলিয়া মোড়ে বিকাশের চায়ের দোকান রয়েছে। তাঁর বড় ভাই রবিন বিশ্বাসের মাছের ঘের আছে। মাছের খাদ্য হিসেবে শেওলা কিনে ঘেরে দেন রবিন। গত বুধবার বিকেলে তেঁতুলিয়া মোড়ে শেওলার দর নিয়ে একই এলাকার নাজের শেখের ছেলে আলমগীর হোসেন রবিনের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান। এ সময় বিকাশ এগিয়ে এসে প্রতিবাদ করলে আলমগীর বাঁশ দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এতে গুরুতর জখম বিকাশকে আশপাশের লোকজন স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা নেন বিকাশ।
দুই দিন বাড়ি থেকে চিকিৎসা নিয়ে প্রাথমিকভাবে সুস্থ হলে শনিবার রাতে নিজের দোকানে যান বিকাশ। রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ নাক-মুখ দিয়ে রক্ত উঠে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আঘাতে বিকাশের মাথার ভেতরে রক্ত জমাট বাঁধায় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
ইউপি সদস্য মোসলেম আলী বলেন, বৃহস্পতিবার বিকেলের ঘটনাটি শুক্রবার বিকেলে এলাকাবাসী বসে মীমাংসা করেছেন। এরপর শনিবার রাতে হঠাৎ বিকাশ মারা যান।
এদিকে খবর পেয়ে রাতে বিকাশের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
ঝাঁপা ক্যাম্প পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ওয়াসিম আকরাম বলেন, মাছের খাদ্য শেওলা বিক্রি নিয়ে একটি গণ্ডগোল হয়েছিল। এটিই বিকাশের মৃত্যুর কারণ কি না, তা নিশ্চিত হতে মরদেহ মর্গে পাঠানো হয়েছে।