হোম > সারা দেশ > যশোর

কেশবপুরে মামাকে সৎকার করে ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ২ জনের

কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুর উপজেলার সাহাপাড়া খ্রিষ্টান মিশনারিতে নিহত এক ব্যক্তির বাড়িতে শোকাহত স্বজনেরা। ছবি: আজকের পত্রিকা

যশোরের কেশবপুরে মামার মরদেহ সৎকার শেষে বাড়িতে ফেরার পথে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আলতাপোল তালতলা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন কেশবপুর পৌরসভার সাহাপাড়া খ্রিষ্টান মিশনারির বাসিন্দা জোহন সিংহ (৫৫) ও সুভাষ সরকার (৬৫)।

এলাকাবাসী ও নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে সাতক্ষীরার তালা উপজেলার ঘোনা গ্রামে জোহন সিংহের মামার মৃত্যুর খবর শুনে তাঁরা সৎকার করতে যান। রাতে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে কেশবপুরের আলতাপোল তালতলা এলাকায় ট্রাকের ধাক্কায় তাঁরা সড়কের ওপর ছিটকে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তখন চিকিৎসকেরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁরা মারা গেছেন।

আজ বৃহস্পতিবার সকালে দুর্ঘটনায় নিহত ওই দুই ব্যক্তির বাড়িতে গেলে পরিবারের সদস্যদের আহাজারি ও এলাকাবাসীর ভিড় দেখা যায়।

কেশবপুর ফায়ার সার্ভিসের দলনেতা (লিডার) ইউসুফ আলী বলেন, রাতে সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের লাশ উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আনোয়ারুল ইসলাম বলেন, মৃত অবস্থায় ওই দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়।

‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ না করতে ব্যাংকের চিঠি

তীব্র শীতে নাকাল জনজীবন

কর্মসূচি থেকে ফেরার পথে পিকআপের ধাক্কায় জামায়াত নেতা নিহত

যশোরে জোট নয়, বিএনপি থেকে প্রার্থীর দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ

ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষ: স্ট্রোক করা মিজানকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন স্ত্রী ও শ্যালক, মারা গেলেন সবাই

টানা দ্বিতীয় দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, ঠান্ডা বাতাসে দুর্বিষহ জীবন

যশোর বিএনপি : ৩ আসনে প্রার্থী বদল, মাঠে বঞ্চিত ১০ জন

যশোর-১ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন, ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটন

যবিপ্রবির প্রথম উপাচার্য রফিকুল ইসলাম মারা গেছেন

যশোরে ১৯ মামলার আসামি ‘ত্রাস সোহাগ’ গ্রেপ্তার